ভক্তদের রক্তচাপ বাড়িয়েই চলেছেন ফেদেরার

কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন রজার ফেদেরার। ছবি: এএফপি
কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন রজার ফেদেরার। ছবি: এএফপি

ভক্তদের রক্তচাপ না বাড়ানো পর্যন্ত সহজভাবে জিতবেন না, পণ করেছেন যেন রজার ফেদেরার।

গত রাউন্ডে প্রথম সেটে হারার পরে একদম শেষ মুহূর্তে টাইব্রেকে গিয়ে জন মিলম্যানকে হারান ফেদেরার। এবারও চতুর্থ রাউন্ড শুরু করেছিলেন হাঙ্গেরির খেলোয়াড় মার্টন ফুকসোভিকসের বিপক্ষে প্রথম সেট হেরে। যদিও এবার পঞ্চম সেটের টাইব্রেক পর্যন্ত যাওয়া লাগেনি। তার আগেই ম্যাচ জিতেছেন ফেদেরার। ফুকসোভিকসকে হারিয়েছেন ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ সেটে। এই জয় নিয়ে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ফেদেরার রড লেভার অ্যারেনায় কোয়ার্টার ফাইনাল খেলবেন ১৫ বারের মতো। কোয়ার্টারে লড়বেন যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে। চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষে নিজের সম্ভাব্য এই প্রতিপক্ষের নাম নিয়ে মজা করার সুযোগটুকু হারাতে চাননি, জীবনে অনেক টেনিস (Tennis) খেলেছি, কিন্তু টেনিসের (Tennys) বিপক্ষে কখনো খেলিনি!

কোয়ার্টারে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ লড়বেন কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে। কোয়ার্টারে ফেদেরার-জোকোভিচ নিজ নিজ ম্যাচ জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবেন একে অপরের।

ওদিকে ফরাসি তারকা গায়েল মনফিলসকে ৬-২, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টারে উঠেছেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। কোয়ার্টারে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ রাফায়েল নাদাল, যদি না নাদালের চতুর্থ রাউন্ডের প্রতিপক্ষ নিক কিরিওস তাঁকে হারিয়ে অঘটন না ঘটিয়ে ফেলেন। চতুর্থ রাউন্ডে ফেদেরারের স্বদেশি স্ট্যানিসলাস ভাভরিঙ্কা জিতেছেন চতুর্থ বাছাই দানিল মেদভেদেভের বিপক্ষে ৬-২, ২-৬, ৪-৬, ৭-৬, ৬-২ সেটে।

ওদিকে নারী এককে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি, চতুর্থ বাছাই সিমোনা হালেপ, সপ্তম বাছাই পেত্রা কেভিতোভা, চতুর্দশ বাছাই সোফিয়া কেনিন, নারী-পুরুষনির্বিশেষে প্রথম আরব খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে ওঠা উনস জাবির, আনেত কন্তাভেইত ও গারবিন মুরুগুজা।

চতুর্থ রাউন্ডে ৬-৩, ১-৬, ৬-৪ সেটে অ্যালিসন রিসক-অমৃতরাজকে হারিয়েছেন ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী অ্যাশলি বার্টি। কোয়ার্টারে তাঁর সঙ্গে দেখা হবে ২০১১ ও ২০১৪ সালে দুবার উইম্বলডনজয়ী সপ্তম বাছাই পেত্রা কেভিতোভার। চতুর্থ রাউন্ডে গ্রিসের মারিয়া সাক্কারিকে ৬-৭, ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন কেভিতোভা।