ভারতীয় দলে সুযোগ পেলেন উমরান, অধিনায়ক লোকেশ রাহুল

ভারত দলে ডাক পেলেন আইপিএলে গতির ঝড় তোলা উমরান মালিকছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে একাধিক নতুন মুখ ডাকার সঙ্গে পুরোনো মুখকেও ফিরিয়েছে ভারত। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার অর্শ্বদীপ সিং ও উমরান মালিক। দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিকরা। আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্যও ঘোষণা করা হয়েছে ভারত দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ জনের সিরিজের দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। তাঁদের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ-অধিনায়কত্ব করবেন ঋষভ পন্ত। তবে টেস্ট দলে আছেন রোহিত-কোহলিরা।

দলে ফিরেছেন দীনেশ কার্তিক
ছবি: আইপিএল

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপর গতিতে বল করেছেন উমরান, আলোচনায় আছেন টুর্নামেন্টজুড়েই। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন এ ফাস্ট বোলার। অন্যদিকে পাঞ্জাব কিংসের হয়ে ডেথ বোলিংয়ে কার্যকর ছিলেন অর্শ্বদীপ, এ মৌসুমে নিয়েছেন ১০ উইকেট।

অন্যদিকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন কার্তিক। তবে এ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ‘ফিনিশার’ ভূমিকায় দুর্দান্ত খেলছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৯১.৩৩ স্ট্রাইক রেটের সঙ্গে ৫৭.৪০ গড়ে ব্যাটিং করেছেন তিনি। পান্ডিয়ার ক্ষেত্রে অবশ্য ব্যাপারটি ছিল ফিটনেসের। তাঁর নেতৃত্বে গুজরাট টাইটানস এবার সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে। মাঠেও নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন এ অলরাউন্ডার, যদিও নিয়মিত বোলিং করেননি তিনি।

বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে
ছবি: আইপিএল

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজকে। চোটের কারণে দলে নেই দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব।

আগামী ৯ জুন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ১ জুলাই থেকে, এজবাস্টনে। গত বছর করোনাভাইরাস–শঙ্কায় সিরিজের মাঝপথেই ইংল্যান্ড ছেড়ে যায় ভারত। সেটিই খেলা হবে এবার। ওই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল
লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (সহ-অধিনায়ক, উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শ্বদীপ সিং, উমরান মালিক