‘মিনিটের মধ্যেই’ শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানছবি: রয়টার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এমসিজিতে। তার ওপর সে ম্যাচ দীপাবলির ছুটিতে। পুরো প্যাকেজটিই আকর্ষণীয়। সব মিলিয়ে টিকিটের চাহিদাও চড়া। এরই মধ্যে শেষ হয়ে গেছে সে ম্যাচের টিকিট। সাধারণদের জন্য রাখা যে টিকিট, সেটি তো শেষ মিনিটের মধ্যেই! শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নয়, ভারতের বাকি ম্যাচগুলোতেও টিকিটের চাহিদা অনেক। সবচেয়ে বেশি টিকিট কাটাও হচ্ছে ওই দেশ থেকেই।

প্রাথমিকভাবে ২০২০ সালে হওয়ার কথা ছিল এ বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত হয়ে যায়, গত বছর বিশ্বকাপ হয় ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। করোনাভাইরাসের সময় থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এ টুর্নামেন্ট ঘিরে বড় পরিকল্পনাই করছে অস্ট্রেলিয়ার ট্যুরিজম সংস্থা। এবং তাদের লক্ষ্যের অন্যতম জায়গা ভারতের বিশাল ক্রিকেটপাগল জনগোষ্ঠী।

আরও পড়ুন

আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে ম্যাচের সাধারণ টিকিট শেষ হয়ে গেছে ‘মিনিটের মধ্যেই’। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির হসপিটালিটি প্যাকেজের স্বত্ব থাকা কোম্পানি গ্লোবাল স্পোর্টস ট্রাভেলের অ্যাশ চাওলা বলেছেন, ‘আমাদের কাছে যে উপাত্ত আছে, তাতে ৪০ শতাংশ প্যাকেজই বিক্রি হয়েছে ভারতে। ২৭ শতাংশ বিক্রি হয়েছে উত্তর আমেরিকায়, ১৮ শতাংশ অস্ট্রেলিয়ায়, ১৫ শতাংশ যুক্তরাজ্যে। মেলবোর্নের হোটেল রুমগুলোও ভাড়া হয়ে গেছে। প্রায় ৪৫ থেকে ৫০ হাজার দর্শক এ ম্যাচের জন্য মেলবোর্নে আসবে বলে আশা করা হচ্ছে। সাধারণ যে টিকিট, সেটি তো বিক্রি হয়ে গেছে মিনিটের মধ্যেই। কয়েকটি ভিআইপি টিকিট আছে শুধু।’

ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে ছিল ভারত–পাকিস্তান ম্যাচ
ছবি: এএফপি

শুধু সাধারণ টিকিট নয়, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে হসপিটালিটি প্যাকেজের টিকিটের চাহিদা আরও বেশি ছিল। গেইনওয়েল স্পোর্টসের মনোজ সরাফ জানিয়েছেন, ‘ওই টিকিটগুলো দুই মাস আগেই বিক্রি হয়ে গেছে। আইসিসি এখন বাউন্ডারি ক্লাব নামে নতুন একটা প্যাকেজ ছেড়েছে, যেটিতে ৩০০টির মতো টিকিট আছে। এ সপ্তাহের মধ্যে সেটিও শেষ হয়ে যাবে।’

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ভারতের ওই ম্যাচের পর সবচেয়ে বেশি চাহিদা পার্থে আগামী ৩০ অক্টোবর হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের টিকিটের। এসব টিকিট কেনা বেশির ভাগ মানুষই বিশ্বকাপের জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া ভ্রমণ করবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে দীপাবলির ছুটি মিলে যাওয়ার ব্যাপারটি কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়া। ট্যুরিজম অস্ট্রেলিয়ার কান্ট্রি ম্যানেজার (ভারত ও গালফের জন্য) নিশান্ত কাশিকর জানিয়েছেন সেটিই, ‘বিশাল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে এ উপলক্ষে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ঘিরে এরই মধ্যে বেশ বড় চাহিদা দেখা গেছে। ভারতের অন্য ম্যাচগুলোর পেছনেও ছুটছে মানুষ। তবে শুধু ক্রিকেট সমর্থক নয়, মাঝারি থেকে বড় আকারের করপোরেট হাউসগুলোও টিকিট খুঁজছে। বিশ্বকাপ তাদের স্বত্বাধিকারীদের জন্য একটা পুরস্কারের মতো।’

আরও পড়ুন

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে বাংলাদেশও। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামী ২ নভেম্বর, অ্যাডিলেড ওভালে। আইসিসির ওয়েবসাইটে দেখা গেছে, সে ম্যাচের টিকিট অবশ্য বাকি আছে এখনো।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার টুয়েলভের এই গ্রুপে থাকবে প্রথম পর্ব পার হয়ে আসা আরও দুটি দল। প্রথম পর্বের গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী ২৪ অক্টোবর, হোবার্টে। ১৩ নভেম্বর এমসিজিতে হবে ফাইনাল।

আরও পড়ুন