মিরপুর টেস্টে খেলা হচ্ছে না সাইফের

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্টটা সাইফ হাসানের ভালো যায়নি মোটেও। তবে মিরপুরে আরেকটা সুযোগ পাওয়া হচ্ছে না বাংলাদেশ ওপেনারের। টাইফয়েডে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে মিরপুর টেস্টে খেলা হবে না তাঁর। দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন সাইফ। তবে এরপরই জৈব সুরক্ষাবলয় ছেড়ে নিজ বাসায় চলে গেছেন তিনি।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে সাইফ করেছেন ১৪ ও ১৮ রান। দুবারই শাহিন শাহ আফ্রিদির শর্ট বলে ক্যাচ দিয়েছেন তিনি। এ ধরনের বলে সাইফের টেকনিকও প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগটা আপাতত পাচ্ছেন না তিনি। ২০২০ সালে টেস্ট অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত এ সংস্করণে খেলেছেন ৬টি ম্যাচ।

চট্টগ্রাম টেস্টে সুবিধা করতে পারেননি সাইফ
ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষেই সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে সাইফের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে কিছুটা আচমকাই দলে ডাক পান তিনি। প্রথম দুই ম্যাচে খেলেছেনও। যদিও দুই ম্যাচ মিলিয়ে করতে পেরেছেন ১ রান। এ সংস্করণ তাঁর জন্য এখনোই উপযুক্ত কি না, সে প্রশ্নও উঠেছে।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই শর্ট বলে আউট হয়েছেন সাইফ
ছবি: এএফপি

মিরপুর টেস্টে সাইফের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে কি না, সেটি এখনো নিশ্চিত করেনি বিসিবি। এমনিতেও এ টেস্টের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলা মোহাম্মদ নাঈম। ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকা তাসকিন আহমেদ, ফিট হয়ে উঠেছেন সাকিব আল হাসানও।

সাইফ ছিটকে যাওয়ায় আপাতত বাংলাদেশ দল দাঁড়াল ১৯ জনের। চট্টগ্রামে সাইফের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছিলেন সাদমান ইসলাম, তিনে খেলেছিলেন নাজমুল হোসেন।