‘যাযাবর’ ভিসেই বাঁচিয়ে রাখলেন নামিবিয়ার স্বপ্ন

নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারের মধ্যে ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। বিশ্বকাপে দলকে প্রথম জয় এনে দেওয়ার স্বপ্ন নিয়ে উইকেটে থাকা অধিনায়ক গেরহার্ড এরাসমাসের সঙ্গে জুটি বাঁধেন ভিসে। চতুর্থ উইকেটে তাঁরা দুজন মিলে গড়েন ৫১ বলে ৯৩ রানের জুটি। দলকে ১৪৫ রানে রেখে এরাসমাস আউট হয়ে গেলেও কোনো বিপদ হতে দেননি ভিসে। অসাধারণ এক ইনিংস খেলে দলকে তো জিতিয়েছেনই, হয়েছেন ম্যাচসেরাও।

ভিসের অসাধারণ ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নামিবিয়া।এএফপি

ক্রিস গেইলকে ক্রিকেটপ্রেমীরা ভালোবেসে ডাকেন টি–টোয়েন্টির ফেরিওয়ালা! বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে খেলেই এমন উপমা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ‘খুনে’ ব্যাটসম্যান! ক্রিকেট বিশ্বে এমন ফেরিওয়ালা আরও অনেকেই আছেন এখন। কিন্তু ডেভিড ভিসে তাঁদের সবার চেয়ে আলাদা। আজ এ দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেন তো কাল খেলতে যান ও দেশের ঘরোয়া ক্রিকেটে। শুধু কি তাই, জাতীয় দলেও যে তিনি স্থির নন! দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ভিসের। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হয়েই খেলেছেন। আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এখন। আর এ বিশ্বকাপে ভিসে নামিবিয়ার! গেইলকে টি–টোয়েন্টির ফেরিওয়ালা বললে ভিসেকে তো ক্রিকেট যাযাবর বলাই যায়!

ম্যাচ শেষে ভিসেকে অভিনন্দন নেদারল্যান্ডসের খেলোয়াড়দের
এএফপি

তা যাযাবর এই ভিসের ব্যাটেই আজ পিষ্ট হয়েছে নেদারল্যান্ডস। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নামিবিয়া। ৬ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে তারা। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ভিসে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ডাচদের হারিয়ে তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন, ৪০ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন ভিসে। এই রান তিনি করেছেন ৪টি চার ও ৫টি ছয়ে। এর আগে বল হাতে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ডাচদের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করা ম্যাক্স ও’ডাউডকে রান আউট করতে রেখেছেন ভূমিকা।

নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারের মধ্যে ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। বিশ্বকাপে দলকে প্রথম জয় এনে দেওয়ার স্বপ্ন নিয়ে উইকেটে থাকা অধিনায়ক গেরহার্ড এরাসমাসের সঙ্গে জুটি বাঁধেন ভিসে। চতুর্থ উইকেটে তাঁরা দুজন মিলে গড়েন ৫১ বলে ৯৩ রানের জুটি। দলকে ১৪৫ রানে রেখে এরাসমাস আউট হয়ে গেলেও কোনো বিপদ হতে দেননি ভিসে। অসাধারণ এক ইনিংস খেলে দলকে তো জিতিয়েছেনই, হয়েছেন ম্যাচসেরাও।

৪০ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন ভিসে
এএফপি

নামিবিয়ার কাছে এ হারের পর ডাচদের বিশ্বকাপ–স্বপ্ন শুধু কাগজ–কলমেই বেঁচে আছে। গ্রুপের শেষ ম্যাচে তাদের হারাতে হবে তুলনায় অনেক শক্তিশালী শ্রীলঙ্কাকে। অন্যদিকে দ্বিতীয় পর্বে যাওয়ার স্বপ্ন পূরণ করতে নামিবিয়া শেষ ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দেখা যাক যাযাবর ভিসে দলের স্বপ্ন পূরণে সেদিন কিছু করতে পারেন কি না!