যেভাবে পাওয়া যাবে দ্বিতীয় টেস্টের টিকিট

করোনা মহামারির সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই প্রথম দর্শক ঢোকার ব্যবস্থা করেছে বিসিবিছবি: প্রথম আলো

পাকিস্তান সিরিজ দিয়েই বাংলাদেশের মাঠে ফিরেছে দর্শক। এরই মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন এলেও ৪ ডিসেম্বর থেকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন দর্শকেরা। আগামীকাল ৩ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি।

অবশ্য এবারও অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখেনি বিসিবি। সে জন্য মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যেতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।

দ্বিতীয় টেস্টেও মাঠে থাকবেন দর্শকেরা
ছবি: প্রথম আলো

ইস্টার্ন গ্যালারির প্রতিদিনের টিকিট পাওয়া যাবে ৫০ টাকায়। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা। ক্লাব হাউসে ২০০, ভিআইপি স্ট্যান্ডে ৩০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা করে।

চট্টগ্রাম টেস্টে হেরেছে বাংলাদেশ
ছবি: এএফপি

টিকিট কাটতে হলে কোভিড-১৯-এর দুটি টিকারই সনদ দেখাতে হবে। বিসিবি বলছে, প্রতিদিন খেলা শুরুর আগে মাঠের প্রবেশদ্বারে দেখা হবে সে সনদ। অবশ্য ১৮ বছরের নিচে কারও জন্য এ সনদ দেখাতে হবে না।

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের কাছে ধবলধোলাই হয়েছিল তারা।