রদ্রিগো যেন ‘ডন’, পগবা ‘রাজনৈতিক নেতা’

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১০
ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল নেই। জুন-জুলাইয়ের এই সময়টাতে ফুটবলারদের সবচেয়ে পরিচিত ছবি সম্ভবত এটি—কোনো সুন্দর জায়গায় পরিবারের সঙ্গে। আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াও ব্যতিক্রম নন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
বার্সেলোনা তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি, এর পর কোন ক্লাবে যাবেন সেটিও ঠিক হয়নি। কিন্তু দানি আলভেজকে দেখে কে বলবে তাঁর এসব নিয়ে কোনো ভাবনা আছে! ব্রাজিলিয়ান রাইটব্যাক কোথায় আছেন, সেটি অবশ্য জানাননি। সেটি অনুমান করার জন্য কোনো পুরস্কারও নেই
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১০
বিয়ের পাঁচ বছর হয়ে গেছে। বর্ষপূর্তিতে একটা ছবি তো হতেই পারে! ম্যানচেস্টার সিটির বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রুইনাও উদ্‌যাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছেন স্ত্রীর সঙ্গে এই ছবি
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১০
সুন্দর কোনো জায়গায় ফুটবলারদের সপরিবার ছবি, পার্ট টু! আনহেল দি মারিয়ার মতো রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচও পরিবার-বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন। যেখানে তাঁর সঙ্গী ক্রোয়েশিয়া দলে মাঝমাঠে সঙ্গী, চেলসির মিডফিল্ডার মাতেও কোভাচিচও
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১০
পানির ওপর হাঁটতে কেমন লাগে, বোঝার চেষ্টা করছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি?
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১০
ইউরোপে ঘুরতে গেলে ইউরোপিয়ানই হতে হয়! মাথায় ক্যাপ, স্যান্ডো গেঞ্জি, হাফপ্যান্টে সুইজারল্যান্ড ভ্রমণের সময়টাতে একেবারে নির্ভারই দেখাচ্ছে ভারতের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়নাকে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১০
পরিবারের সঙ্গে সময়টা দারুণ কাটছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজেরও। তিনি যে পরিবারের সঙ্গেই আছেন, তা যদি ছবি দেখেও না বুঝে থাকেন, সে ক্ষেত্রে নিচের ক্যাপশনটা তো আছেই—ফ্যামিলি টাইম!
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১০
রিয়াল মাদ্রিদে তিনি আলো ছড়াচ্ছেন, মাদ্রিদের কূলীন ক্লাবটির এবারের চ্যাম্পিয়নস লিগ জেতানো গোলটিও তাঁর। ভিনিসিয়ুস জুনিয়রের এখন সুসময়। কিন্তু এত এগিয়ে গিয়েও অতীত ভোলেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। যে ক্লাব থেকে তাঁর উঠে আসা, সেই ফ্লামেঙ্গোর খেলা দেখতে গেছেন ছুটিতে। গ্যালারিতে জার্সি উঁচিয়ে ধরে তাঁর উল্লাস বলে, ভিনিসিয়ুস এখনো ফ্লামেঙ্গোর বড় ভক্ত
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১০
ছাদখোলা গাড়িতে তিনি দাঁড়িয়ে, আশপাশে কত মানুষ! মোটরসাইকেলে, গাড়ির বহর...যেন কোনো রাজনৈতিক নেতার শো-ডাউন! পল পগবা হঠাৎ ফুটবল ছেড়ে রাজনীতিতে নামেননি, গেছেন আফ্রিকান দেশ গিনিতে। সেখানেই এমন অভ্যর্থনা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া ফরাসি মিডফিল্ডার
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১০
শাহরুখ খান? অমিতাভ বচ্চন? রদ্রিগো গোয়েস কি কম নাকি! চোখের সানগ্লাস, হাতের আঙুলের ইশারা, বসার ভঙ্গি...রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান প্লেমেকারকেও তো ‘ডন’ই মনে হচ্ছে!
ছবি: ইনস্টাগ্রাম