রুটের ব্যাট একাই দাঁড়িয়ে থাকতে পারে!

একাই দাঁড়িয়ে জো রুটের ব্যাট। কাল লর্ডস টেস্টেছবি: ভিডিও থেকে নেওয়া

ব্যাটসম্যানের নাম জো রুট। তাঁর ব্যাট দাঁড়িয়ে থাকবে না তো কার থাকবে! দেখে মনে হচ্ছিল, ব্যাটের নিচে শিকড় গজিয়েছে।

লর্ডস টেস্টের ফল সবারই জানা। কাল রুটের শতকে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছেন রুট। ৮৭ রানে যখন তিনি নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে, তখনই দেখা গেছে অবিশ্বাস্য সেই দৃশ্য।

বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। তাঁর দৌড় শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন রুট। এমন মুহূর্তে ব্যাটটা উইকেটে দাঁড় করিয়ে হাত সরিয়ে নেন ইংলিশ ব্যাটসম্যান। ব্যাটটি মাটিতে পড়ে যায়নি, অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল! জেমিসন দৌড় শেষ করে বল করার আগমুহূর্তে ব্যাটটা হাত দিয়ে তুলে নেন রুট।

হাত দিয়ে ধরা ছাড়া ব্যাট নিজেই ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে থাকবে, এমন দৃশ্য কখনোই দেখা যায় না—এই কথাটা অবশ্য জোর দিয়ে বলা যাচ্ছে না। ‘নিউ ব্যালান্স’ ব্যাটের তলা সমান হওয়ার কারণে যেহেতু তা একাই দাঁড়িয়ে থাকতে সক্ষম, তাই এই ব্যাট ব্যবহার করা ব্যাটসম্যানরা নিশ্চয়ই আগেই তা আবিষ্কার করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে সর্বশেষ কবে এমন দৃশ্য দেখা গেছে কিংবা আদৌও কখনো দেখা গেছে কি না, তা একটা প্রশ্ন বটে।

রুট অনেক দিন ধরেই নিউ ব্যালান্সের বানানো ব্যাট ব্যবহার করছেন। তিনিও আগে ব্যাটকে এমন স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছেন কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার ভিডিও নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল।

এক ভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন, ‘রুট প্রতিভাবান জানি, কিন্তু সে যে জাদুকর, তা জানতাম না। এই জাদুর রহস্য কী?’

আরও পড়ুন

ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্টান্ডার্ডের সংবাদকর্মী উইল ম্যাকফারসন অবশ্য ভিডিওটি টুইট করে রহস্যের উত্তর দিয়ে দেন, ‘রুটের ব্যাটের তলা সমান। তলা একটু বাঁকানো ব্যাটগুলোর মতো নয়।’

আরও পড়ুন