রেকর্ডের দিনটা ব্যাট হাতে রাঙাতে পারবেন কোহলি?

২৫০ তম ওয়ানডে খেলতে নেমেছেন কোহলি।ছবি : রয়টার্স

সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি। জীবন পেয়েও নিজের ইনিংসটা ২১ রানের বেশি টানতে পারেননি বিরাট কোহলি। তবে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেই বড় একটা অর্জন নিজের করে নিয়েছেন তিনি। অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে টস করতে নামার সঙ্গে সঙ্গেই ভারতের হয়ে ২৫০তম ওয়ানডে ম্যাচে মাঠে নামলেন কোহলি।

কোহলির বিশেষ এই দিনটাকে নষ্ট করার জন্য যাবতীয় আয়োজন অস্ট্রেলিয়ানরা ব্যাট হাতেই করেছে, ৪ উইকেটে ৩৮৯ রান তুলে। সিরিজ রক্ষার লড়াইয়ে এখন ব্যাট হাতে লড়ে যাচ্ছেন কোহলি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে ভারত। ৩৫ বলে ২৯ রান করে অপরাজিত আছেন কোহলি।

ব্যাট করছেন কোহলি।
ছবি : রয়টার্স

অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে কমপক্ষে ২৫০টি ওয়ানডে খেলার রেকর্ড গড়াদের দলে নাম লেখালেন তিনি। তাঁর আগে আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে ও যুবরাজ সিং। শচীন টেন্ডুলকার কেবল ভারতীয় হিসেবেই নন, সব ক্রিকেটারের মধ্যেই সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। ৪৬৩টি ম্যাচে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এর পরপরই আছেন মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনাৎ জয়াসুরিয়া (৪৪৫), কুমার সাঙ্গাকারা (৪০৪), শহীদ আফ্রিদি (৩৯৮), ইনজামাম–উল–হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আকরাম (৩৫৬), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), মুত্তিয়া মুরালিধরন (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪), তিলকরত্নে দিলশান (৩৩০) প্রমুখ। ১৯৮৯ সালে অভিষিক্ত টেন্ডুলকার তাঁর ২৪ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৪৬৩টি ওয়ানডে। ২০০৮ সালে ভারতীয় দলের হয়ে শুরু করা কোহলি টেন্ডুলকারের অনেক রেকর্ডের সঙ্গে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিতে পারেন কি না, দেখার বিষয় এখন এটিই।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেন্ডুলকারের পরে আছেন মহেন্দ্র সিং ধোনি। এরপরের অবস্থান যথাক্রমে রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে, যুবরাজ সিং। অধিনায়ক হিসেবে কোহলি ভারতের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ। ২০০ ম্যাচে অধিনায়কত্ব করে এ তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে মহেন্দ্র সিং ধোনি। এরপরই আছেন মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি ১৭৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তৃতীয় স্থানে থাকা সৌরভ গাঙ্গুলী ভারতকে নেতৃত্ব দিয়েছেন ১৪৭টি ম্যাচে।

ম্যাচ শেষে এই হাসি থাকবে তো কোহলির মুখে?
ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে গেছে ৬৬ রানে। অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ৩৭৪ রানের জবাবে ভারত করতে পারে ৮ উইকেটে ৩০৮ রান। আজকের দ্বিতীয় ওয়ানডেতেও পাহাড় ডিঙাতে হচ্ছে কোহলির ভারতকে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া থেমেছে ৩৮৯ রানে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন স্টিভ স্মিথ।