প্রথম দেখায় মনে হলেও হতে পারে, হয়তো রেগেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বান্ধবী জর্জিনার সঙ্গে রোনালদোর এ পোজ যে ‘সেলফি’র স্বার্থেই, সেটি অবশ্য বুঝে নিতে খুব সমস্যা হওয়ার কথা নয়। এ ছবির ক্যাপশনে শুধু ভালোবাসার ইমোজিই ব্যবহার করেছেন রোনালদোইনস্টাগ্রাম