লিভারপুল–ভক্তদের সুখবর দিলেন সালাহ

লিভারপুলের অনুশীলনে মোহাম্মদ সালাহ। প্রস্তুতি নিচ্ছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেরছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে স্বস্তি? সে তো বটেই।

বলা যায়, এককথায়ই অ্যানফিল্ডে খুশির হাওয়া বইয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহ। সেই কথাটি হলো, লিভারপুলের জার্সিতে তাঁকে দেখা যাবে আগামী মৌসুমেও।

প্যারিসে শনিবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ফাইনাল প্রাক্‌-সংবাদ সম্মেলনে সালাহ নিজেই বলেছেন, তিনি আগামী মৌসুমেও থাকছেন লিভারপুলে। এর আগে লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি নবায়ন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ মৌসুমের শুরু থেকে এ নিয়ে কথা–চালাচালি চলছিল।

কিন্তু কিছু বিষয়ে, বিশেষ করে পারিশ্রমিক নিয়ে কথায় মিল পড়ছিল না দুই পক্ষের। ২০১৮ সালে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন সালাহ। অর্থাৎ আগামী মৌসুম শেষেই তাঁর চুক্তির মেয়াদ ফুরাত। এ মৌসুম থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুল যদি চুক্তির মেয়াদ না বাড়ায় কিংবা নতুন করে চুক্তি না করে, তাহলে এক বছর পর ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব না বদলে সালাহ হয়তো আগেই ঠিকানা পাল্টাতে পারেন।

সংবাদ সম্মেলনে সালাহ
ছবি: রয়টার্স

কিন্তু মিসরীয় ফরোয়ার্ডের কথায় এখন আশ্বস্ত হতে পারেন লিভারপুলের সমর্থকেরা। সালাহ নিজ থেকেই লিভারপুলে আরও এক মৌসুম থাকার কথা বলায় আপাতত রণেভঙ্গ দেবে রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো ক্লাব। সালাহকে দলে ভেড়ানোর সুযোগ নিতে চেয়েছিল ক্লাব দুটি। তবে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে টুঁ শব্দটি করেননি সালাহ। শুধু জানিয়েছেন, আগামী মৌসুমেও লিভারপুলে থেকে চুক্তির মেয়াদ পূর্ণ করবেন।

টটেনহামের সন-হিউং মিনের সঙ্গে যৌথভাবে এ বছর প্রিমিয়ার লিগে ‘গোল্ডেন বুট’ পুরস্কারজয়ী সালাহ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি শুধু দল নিয়েই ভাবছি। চুক্তি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে এটা নিশ্চিত থাকুন, আমি আগামী মৌসুমেও থাকছি (লিভারপুল)।’

চুক্তি নয়, আপাতত চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরেই সালাহর সব মনোযোগ, ‘এই মুহূর্তে আমার মনে চুক্তি নিয়ে কোনো ভাবনা নেই। আমি স্বার্থপর হতে চাই না। দুই মাস আগেই বলেছি, দল নিয়েই সব ভাবনা। আমি আবারও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’

কিয়েভে ২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। সে ম্যাচে শুরুর দিকে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মিসরীয় তারকা।

সেদিনের সেই রাতকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে রাত মনে করা সালাহ এবার প্রতিশোধ নিতে চান, ‘আমি তাতিয়ে আছি। বিশেষ করে (রিয়ালের সঙ্গে ফাইনাল) সর্বশেষ মুখোমুখিতে যা ঘটেছিল এবং গত সপ্তাহে যা ঘটল (ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়)। চ্যাম্পিয়নস লিগ জিততে মুখিয়ে আছে সবাই। সর্বশেষ সেই ফাইনালের ৩০ মিনিট পরই মাঠ ছেড়ে যাওয়া ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত।’