সাংবাদিক ছাড়াই বাংলাদেশের ব্যাটিং কোচের সংবাদ সম্মেলন

ওপেনার নাঈমকে পরামর্শ দিচ্ছেন অ্যাশওয়েল প্রিন্সফাইল ছবি: প্রথম আলো

এক দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলার পর আজ অনুশীলন না করে বিশ্রাম নিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ-পাপুয়া নিউগিনির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের জন্য আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে একজনের আসতে হতো। সেই সময়টা ছিল স্থানীয় সময় সাড়ে পাঁচটায়। আইসিসি আগের দিনই সংবাদ সম্মেলনের সময় সূচি জানিয়ে দিয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকেরা মাঠে এসেছিলেন।

কিন্তু সময়মতো বাংলাদেশ দলের কেউই সংবাদ সম্মেলনে না আসায় বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেন। তিন তিনবার সংবাদ সম্মেলনের সূচি পরিবর্তন করা হয়। পরে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে যখন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স এলেন, তখন স্থানীয় সময় রাত পৌনে আটটা। সেই সময় কোনো সাংবাদিকই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে আইসিসির মিডিয়াকর্মী কালাম ডেভিস বাংলাদেশ দল নিয়ে প্রিন্সকে প্রশ্ন করেন।

প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ
ছবি: বিসিবি

সেখানে বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাবনার ব্যাপারে প্রশ্ন করা হয়। প্রিন্স এ ব্যাপারে বলছিলেন, ‘আমরা ওদেরকে খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।’

আগামীকালের ম্যাচে পাপুয়া নিউগিনির পক্ষ থেকে কে হতে পারে বাংলাদেশ দলের হুমকি—এ প্রশ্নের উত্তরে প্রিন্স বলেছেন, ‘আমরা সকালে আমাদের বিশ্লেষণ সেরে নিয়েছি। কে আমাদের জন্য ভয়ংকর হতে পারে, সে ব্যাপারে যথেষ্ট ধারণা আছে। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করেছে। তাদের কয়েকজন ব্যাটসম্যানও ভয়ংকর হতে পারে।’
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে আশানুরূপ ভালো ক্রিকেট এখনো খেলতে পারেনি মাহমুদউল্লাহর দল।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ
ছবি: এএফপি

পাপুয়া নিউগিনির বিপক্ষে সে রকম পারফরম্যান্সের খোঁজ করবে বাংলাদেশ। প্রিন্স যেমন বলছিলেন, ‘আমরা মনে করেছিলাম প্রথম ম্যাচে ১৪০ রান করতে পারব। সেটি হয়নি। স্কটিশরা বাজে শুরুর পরও ভালো করেছে। আমরা অবশ্য গতকাল ঘুরে দাঁড়িয়েছি। ম্যাচটা চাপের ছিল। ওমান তাদের ঘরের মাঠে খেলছে। ওদের বিপক্ষে হারা মানেই বিশ্বকাপ থেকে আমরা বাদ। এসব দিক বিবেচনায় ম্যাচটা কঠিন ছিল। জয়টাও বড় ছিল। তবে কালও মনে হয়েছে আমরা আরও ভালো করতে পারতাম। আশা করি আমরা কালও উন্নতি করব।’