১০ হাজার রানে নতুন রেকর্ড জো রুটের

জো রুটএএফপি

১৯৮৭ সালে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার। আজ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান পূর্ণ করলেন জো রুট। সময়ের হিসেবে কীর্তিতে দ্রুততম সদ্য সাবেক হয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়কই।

টেস্টে ১০ হাজার রানের ক্লাব

২০১২ সালের ১৩ ডিসেম্বর রুটের অভিষেক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট শুরুর দিন পর্যন্ত সময় ব্যবধান ৯ বছর ১৭১ দিন। দ্রুততম সময়ে ১০ হাজার রানের ক্ষেত্রে রুট ভাঙলেন অ্যালিস্টার কুকের কীর্তি। সাবেক ইংল্যান্ড অধিনায়কের লেগেছিল ১০ বছর ৮৭ দিন।

আরও পড়ুন

দ্রুততম সময়ে ১০ হাজার রান

১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সময় রুটের বয়স ছিল ৩১ বছর ১৫৭ দিন। ২০১৬ সালে এ রেকর্ড ছোঁয়ার সময় কুকেরও বয়স ছিল একই—৩১ বছর ১৫৭ দিন। ১০ হাজার রানের কীর্তিতে দুজন তাই এখন যৌথভাবে সর্বকনিষ্ঠ।

ইনিংসের হিসেবে অবশ্য এ রেকর্ডে বেশ পিছিয়ে রুট। এ ক্ষেত্রে ১৯৫ ইনিংস লেগেছিল তিনজনের—ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। তবে লারার লেগেছিল ১১১ ম্যাচ। রুটের লাগল ২১৮ ইনিংস ও ১১৮ ম্যাচ।

১০ হাজার রানে দ্রুততম (ইনিংসের হিসেবে)

৯৮৮৯ রান নিয়ে লর্ডস টেস্ট শুরু করেছিলেন রুট। প্রথম ইনিংসে ১১ রান করেই আউট হয়েছিলেন। ফলে ১০ হাজার রানের রেকর্ড ছুঁতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে হতো রুটকে। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান করলেই এটিই। রুটের এটি ২৬তম টেস্ট সেঞ্চুরি।