৮ রানে ৩ উইকেট, তবু সবার আগে পরের পর্বে শ্রীলঙ্কা

আয়ারল্যান্ডকে উড়িয়ে পরের পর্বে চলে গেছে শ্রীলঙ্কাছবি: এএফপি

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড—দুটিই আইসিসির পূর্ণ সদস্যদেশ। প্রথম পর্বে খাতা–কলমে সবচেয়ে ‘কঠিন’ লড়াইটা হওয়ার কথা ছিল এ ম্যাচেই। তবে সেটাই হলো একপেশে। আবুধাবিতে আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তবে গল্পটা শেষ পর্যন্ত এমন হলো তো আসলে ওয়ানিন্দু হাসারাঙ্গার কারণে।

আগে ব্যাট করে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। আয়ারল্যান্ড বোলাররা যেন হুট করেই লঙ্কানদের ভেবেছিলেন ডাচ হিসেবে! শুরুতে আগের ম্যাচের বোলিং পারফরম্যান্সটাই এদিনও টেনে আনলেন তাঁরা। তবে ৫ নম্বরে হাসারাঙ্গা এসে বদলে দিলেন চিত্রটা, লিখলেন নতুন গল্প। অন্য প্রান্তে থাকা পাথুম নিসাঙ্কার সঙ্গে হাসারাঙ্গার জুটিতে উঠল ৮২ বলে ১২৩ রান। হাসারাঙ্গা করলেন ৪৭ বলে ৭১ রান। নিসাঙ্কা করলেন ৪৭ বলে ৬১ রান।

হাসারাঙ্গা করেছেন ৪৭ বলে ৭১ রান
ছবি: এএফপি

শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা খেললেন ১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস। পল স্টার্লিং ও জশ লিটলের তোপে শুরুতেই চাপে পড়া শ্রীলঙ্কা শেষ পর্যন্ত তুলল ৭ উইকেটে ১৭১ রান। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কখনোই কোনো দল ১০ বা এর কম রানে ৩ উইকেট হারিয়ে ১৫০-এর ওপরই রান করেনি।

আইরিশদের মনোবল যেন ভেঙে গেল প্রথম ইনিংসেই। সেই যে ম্যাচ থেকে ছিটকে গেল তারা, আর ফিরতে পারল না।

লিটল শেষ পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট, মাত্র ২৩ রান খরচ করে। স্টার্লিং ইনিংসের প্রথম ওভারেই ১ উইকেট নেওয়ার পর বোলিংয়ে আসেননি আর। আয়ারল্যান্ডের প্রথম তিনজন বোলারের কেউ ওভারপ্রতি ৬-এর ওপরে রান দেননি। তবে পরের তিনজনের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। আগের দিনের নায়ক কুর্টিস ক্যাম্ফার আজ ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। স্পিনার সিমি সিং ৩ ওভারেই গুনেছেন ৪১ রান।

আইরিশদের শুরুর এ উৎসব থাকেনি আর
ছবি: এএফপি

রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ঠিক পথে ছিল না কখনোই। শুরুতেই জীবন পাওয়া স্টার্লিং ৭ রানের বেশি করতে পারেননি। এর আগেই কেভিন ও’ব্রায়েন ফেরেন ৫ রান করে। এরপর গ্যারেথ ডেলানিও ফিরলে আইরিশদের স্কোর হয়ে যায়য় ৩ উইকেটে ৩২ রান।

এরপর তাদের প্রয়োজন ছিল হাসারাঙ্গার মতো কোনো ইনিংস। তবে ৩ নম্বরে নামা অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি শেষ পর্যন্ত করতে পেরেছেন ৩৯ বলে ৪১ রান। ৫ নম্বরে নামা ক্যাম্ফারের ২৮ বলে ২৪ রানের ইনিংসের পর আয়ারল্যান্ড ইনিংসে দুই অঙ্কই ছুঁতে পারেননি আর কেউ। ৯ বল বাকি থাকতেই শেষ হয়ে গেছে তাদের ইনিংস।

রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ঠিক পথে ছিল না কখনোই
ছবি: এএফপি

স্বপ্নের মতো একটা রাত কাটানো হাসারাঙ্গা দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আগের ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া মহীশ তিকশানা আজও নিয়েছেন ১৭ রানে ৩ উইকেট। উইকেটের দেখা পেয়েছেন বাকি লঙ্কান বোলাররাও। চামিকা করুনারত্নে ও লাহিরু কুমারা নিয়েছেন ২টি করে, ১টি নিয়েছেন দুষ্মন্ত চামিরা।

শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর এখন কার্যত আয়ারল্যান্ড ও নামিবিয়ার পরের ম্যাচে জয়ী দলই সঙ্গী হবে তাদের। ফলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের সুযোগ নেই আর।