'মাথা খেলিয়ে' ইংল্যান্ড যাবেন শারাফত আলী

গত এপ্রিলে ট্রিপসএনট্যুরসের সৌজন্যে প্রথম আলোয় ছাপা হয়েছিল ‘মাথা খেলাও ইংল্যান্ডে যাও’ শিরোনামের কুইজ। সাড়াও পড়েছিল প্রচুর। সারা দেশ থেকে অনলাইন ও ডাক মিলিয়ে ১১ হাজারের বেশি কুপন জমা পড়ে। সঠিক উত্তর দিয়েছেন অনেকেই। তাঁদের মধ্য থেকে লটারিতে বেছে নেওয়া হয়েছে সৌভাগ্যবান আটজনকে, যাঁদের মধ্যে একজন ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন গ্যালারিতে বসে। সেই সৌভাগ্যবান হলেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের উপ–প্রধান বয়লার পরিদর্শক মো. শারাফত আলী। লর্ডসে বসে তিনি দেখবেন বিশ্বকাপের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ। এ ছাড়া বিজয়ী বাকি সাতজন হলেন গাওহার আহমেদ, ১০৮ নয়াপল্টন, ঢাকা; মো. সিকান্দার আবুজাফর, ফেনী ডায়াবেটিকস হাসপাতাল; মো. মোস্তফা জামাল কায়সার, জনতা হাউজিং, মিরপুর–১, ঢাকা; মো. আরিফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মুরাদ হোসেন, লালখানবাজার, চট্টগ্রাম; মো. সোহেল শিকদার, ১৩ শেখেরটেক, ঢাকা ও মো. জহিরুল ইসলাম, ঢাকা। ২৭ মে বেলা তিনটায় কারওয়ান বাজার সিএ ভবনের পঞ্চম তলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।