নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে

ক্রাউন সিমেন্ট–প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। গতকাল রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে।  ছবি: প্রথম আলো
ক্রাউন সিমেন্ট–প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। গতকাল রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে। ছবি: প্রথম আলো

‘শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা এই না যে আমার একটা ভালো বিয়ে হবে। শ্বশুরবাড়িতে সুখে-স্বাচ্ছন্দ্যে সারা জীবন কাটাব। স্বপ্ন দেখতে হবে, কেন আমি পড়ছি? কী উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আমাদের মনে থাকতে হবে। তারপর আমি কাজ করে যাব। বাংলাদেশে জনবল বেশি, কিন্তু ভালো দক্ষ কর্মকর্তা, ভালো শিক্ষক খুব কম। জিপিএ-৫ পাওয়া যেন জীবনের একমাত্র উদ্দেশ্য না হয়।’

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।

দেশের সৃজনশীল ও উদ্যমী তরুণদের দিকনির্দেশনা দিতে শুরু হয়েছে ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব’। ‘পথ ঘোরাও নিজের পথে’ স্লোগানে গতকাল সকাল ১০টায় রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মিলনায়তনে এই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্যানেল আলোচকদের কাছে নানা প্রশ্ন করেন।

প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, ‘আগে পৃথিবীর বড় কোম্পানি ছিল গাড়ির, আর এখন বড় কোম্পানি সব তথ্যপ্রযুক্তি খাতের। ভবিষ্যৎ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এমন সব জিনিস করা এখন সম্ভব হচ্ছে, যা আগে হয়নি, চিন্তাও করা যায়নি। তাহলে আমরা কেন হেরে যাব? হারতে না হলে কী করতে হবে, তা আজই ঠিক করতে হবে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ব্র্যান্ড ও করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস শিক্ষার্থীদের জানান তাঁর জীবনের গল্প। তিনি তরুণ শিক্ষার্থীদের পরামর্শ দেন, ‘নিজেকে খুঁজে বের করতে হবে, নিজেকেই আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করতে চান। আপনিই সিদ্ধান্ত নেন, আপনি কী করবেন।’

কীভাবে ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসনে প্রথম হলেন সেই গল্প শুনিয়ে মুনিয়া চৌধুরী আক্ষেপের সুরে বলেন, এখানকার শিক্ষার্থীদের কাউকে বলতে শুনলাম না যে কেউ বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন? এখন কিন্তু সরকারি ও বেসরকারি বেতন স্কেল এক হয়ে গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যেখানেই তিনি যান, সেখানে সরকারি নিরাপত্তা পাচ্ছেন। প্রশাসন ক্যাডার নারীদের জন্য উপযুক্ত।

শিক্ষার্থীদের সব সময় ভালো চিন্তা করার পরামর্শ দেন পিটিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক চিকিৎসক উম্মে শায়লা রুমকি। তিনি বলেন, ‘আয়নার সামনে দাঁড়ান। যা পারি না, তা শেখার জন্য ট্রেনিং আছে। যে কাজ করতে চান, তার জন্য ট্রেনিং লাগবে।’

যিনি আপনাকে সাহায্য করছেন, তাঁর হাতটা ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ইগলু আইসক্রিমের হেড অব মার্কেটিং সুরাইয়া সিদ্দিকা। তিনি বলেন, ‘ফেইল না করলে বড় হওয়া যায় না। আরেকজনকে ল্যাং মারবেন না। আমারটা আমাকে জোগাড় করতে হবে।’

ক্রাউন সিমেন্ট–প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। গতকাল রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে।  ছবি: প্রথম আলো
ক্রাউন সিমেন্ট–প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। গতকাল রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে। ছবি: প্রথম আলো

ছাত্ররাজনীতি করার গল্প শুনিয়ে দীপ্ত টিভির দীপ্ত কৃষির উপস্থাপক শামীমা শাওন বলেন, ‘নিজের ইচ্ছায় রাজনীতি করেছি। সব সময় মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে গেছি। এখনো করে যাচ্ছি।’

একাই কীভাবে নৃত্যদল তুরঙ্গমী গড়ে তুলেছেন, সেই গল্প শোনান প্রতিষ্ঠানটির পরিচালক পূজা সেনগুপ্ত। তিনি বলেন, ‘জীবনে সুখ থাকাটা খুব জরুরি। যার নিজের মধ্যে আনন্দ নেই, তিনি দেশকে কিছু দিতে পারবেন না।’

করপোরেট প্রশিক্ষক গোলাম সামদানি ডন বলেন, আমাদের অনেকের আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসী হতে হবে।

স্লাইড শোর মাধ্যমে জানানো হয়, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক মার্কিন সাময়িকী ফোর্বস-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের এমআইটির জার্নাল টেকনোলজি রিভিউ ঘোষিত ২০১৬ সালে ৩৫ বছরের কম বয়সী সেরা ৩৫ জন উদ্ভাবকের সম্মাননা পেয়েছেন তরুণ বিজ্ঞানী এহসান হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন শাহনাজ পারভীন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম এবং ক্রাউন সিমেন্টের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মেদ সারওয়ার আলম চৌধুরী।