২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অনলাইনে চিকিৎসকের সাক্ষাতের সময় নেওয়া যায়

ডক্টরোলা
ডক্টরোলা

বয়স্ক ব্যক্তিদের জন্য ‘সিনিয়র সিটিজেন কেয়ার সার্ভিস’ নামের নতুন একটি সেবা চালু করেছে অনলাইনে চিকিৎসাসেবা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ডক্টরোলা ডটকম। এ সেবার আওতায় ৫৫ বছর বয়স থেকে শুরু করে যে–কেউ নিবন্ধিত হতে পারবেন এবং নির্ধারিত সেবা পাবেন। এ সেবার মধ্যে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ, অনলাইন চ্যাট, অ্যাপয়েন্টমেন্ট, হোম কল, টেস্টের জন্য বাসা থেকে স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট পৌঁছে দেওয়া, অ্যাম্বুলেন্স সেবা প্রভৃতি। নিবন্ধন–সম্পর্কিত তথ্য ডক্টরোলার ওয়েব সাইটে (https://doctorola.com/carepack) পাওয়া যাবে। 

ডক্টরোলার প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন বলেন, বয়স্কদের কথা চিন্তা করে এ ধরনের সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টরোলা ইতিমধ্যেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবায় সুনাম অর্জন করেছে।

গত বছর বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিশ্বের কয়েকটি সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় স্থান পায় বাংলাদেশের ডক্টরোলা। দেশীয় স্টার্টআপ ডক্টরোলা তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দেয়। ২০১৫ সালে যাত্রা শুরু হয় ডক্টরোলার।