অনলাইনে নিজের মতো টি-শার্ট
অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকের পছন্দমতো টি-শার্ট বানিয়ে দিচ্ছে ওহ টি-শার্ট ডট কম (www.ohtshirt.com)। ক্রেতারা এই সাইটে নিজেদের প্রিয় কোনো উক্তি বা নকশা অনুযায়ী টি-শার্ট বানিয়ে নিতে পারবেন। এই সাইটে ডিজাইনারদের জন্য আছে বিশেষ সুবিধা। ডিজাইনাররা নিজেদের নকশা রাখতে পারবেন এখানে। ক্রেতারা সেখান থেকে পছন্দ করে নকশা ছাপিয়ে নিতে পারবেন টি-শার্টে। ডিজাইনার ও ক্রেতাদের এ সাইটে নিবন্ধন করতে হবে। টি-শার্ট হাতে পাওয়ার পর দাম পরিশোধ করা যাবে। বিভিন্ন সময়ে টি-শার্ট কেনায় বিশেষ ছাড় ও উপহার দিয়ে থাকে ওয়েবসাইটটি।
বিজ্ঞপ্তি