অনলাইনে বই বিক্রি বাড়ছে

মানুষের মনের খোরাক মেটাতে পারে বই। বইপড়ুয়াদের কাছে একটি নতুন বই পাওয়া অনেক আনন্দের। কিন্তু আশপাশে বইয়ের দোকান না থাকার কারণে অনেকের জন্যই বই সংগ্রহ করা কষ্টসাধ্য ব্যাপার। সময় বদলেছে। প্রযুক্তির কল্যাণে এখন সবকিছুই কেনা যায় ঘরে বসে। বইও তার ব্যতিক্রম নয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঘরে বসে পছন্দের বই কিনতে পারেন। 

রকমারি ডটকমের (rokomari.com) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অনলাইনে বই কেনার হার বেড়েছে।
রকমারি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল আনাম জানান, রকমারি ডটকম যাত্রা শুরু করে ২০১২ সালে। গত ছয় বছরে ধারাবাহিকভাবে অনলাইন থেকে বই কেনার হার বেড়েছে। ডেস্কটপ ও মোবাইল প্ল্যাটফর্ম থেকে বই কেনার সুবিধার পাশাপাশি বিশেষ দিনগুলোতে নানা উপহার দিচ্ছে অনলাইন বই বিক্রেতারা। অনলাইনে সহজে বই কেনার সুবিধা যুক্ত হওয়ায় অনেকে অনলাইনে ঝুঁকছেন।