অ্যান্ড্রয়েডে এল সুপার মারিও রান

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য বুধবার সুপার মারিও রান গেম ছেড়েছে জাপানি গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। অ্যাপলের আইওএস অপারেটিংয়ের জন্য অবশ্য গত বছরের ডিসেম্বরেই সুপার মারিও রান ছেড়েছিল প্রতিষ্ঠানটি।
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও গেমটি বিনা মূল্যে নামিয়ে কিছু অংশ খেলা যাবে। তবে গেমটির পুরো সংস্করণ পেতে এককালীন প্রায় ১০ ডলার খরচ করতে হবে। সুপার মারিও রান গেমটি আগের মারিও গেমের মতোই ভার্চ্যুয়াল দুনিয়ায় দৌড়ানো ও ধাতব মুদ্রা সংগ্রহ করার খেলা। ওয়ার্ল্ড ট্যুর, টোড র্যালি এবং কিংডম বিল্ডার তিনটি মোডের ১-১ থেকে ১-৪ লেভেল পর্যন্ত বিনা মূল্যে খেলা যাবে।
গেমটির জনপ্রিয়তায় কোনো সন্দেহ নেই। তবে পুরো সংস্করণের জন্য যে অর্থ নির্ধারণ করা হয়েছে, তা অনেকেই বেশি বলে মনে করছেন। যা কিছুটা হলেও বাধা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত গেমটি খেলার সুযোগ দেওয়া হয়নি। গুগল প্লেস্টোরে সুপার মারিও রানের পাতায় (https://goo.gl/Ny7I3X) গেলে নিবন্ধন করতে বলা হয়। নিবন্ধন করলে গেমটি প্রকাশের সময় ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।
মারিফুল হাসান, সূত্র: দ্য ভার্জ