আইএসপিএবির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত শনিবার রাজধানীতে এক নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিএবি জানায়, শনিবারের নির্বাচনে ১৩ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার নতুন কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন কমিটিতে ইমদাদুল হক সভাপতি ও নাজমুল করিম ভূঁঞা মহাসচিব হয়েছেন। এ ছাড়া সাইফুল ইসলাম সিনিয়র সহসভাপতি, মো. আনোয়ারুল আজিম সহসভাপতি, মো. আবদুল কাইউম রাশেদ ও মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম মহাসচিব এবং মো. আসাদুজ্জামান কোষাধ্যক্ষ পদ পেয়েছেন। এ ছাড়া পরিচালক পদ পেয়েছেন মো. জাকির হোসাইন, মাহবুব আলম, সাকিফ আহমেদ, এ এম কামালউদ্দীন আহমেদ সেলিম, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও মো. নাসিরউদ্দিন।