আপনার স্মার্টফোনে নতুন অ্যান্ড্রয়েড পাবেন কি না দেখুন

অ্যান্ড্রয়েডে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভিজ্যুয়াল পরিবর্তন আসবে অ্যান্ড্রয়েড ১২ সংস্করণে
গুগল

অ্যান্ড্রয়েডের নতুন একটি সংস্করণ আসছে। গুগলের সফটওয়্যার নির্মাতাদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও’র ভার্চ্যুয়াল মঞ্চে তেমন ঘোষণাই দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চমকপ্রদ কিছু সুবিধা যুক্ত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দৃশ্যমান পরিবর্তন যেমন থাকছে, আবার নিরাপত্তা হালনাগাদের মতো কারিগরি বিষয়ও যুক্ত হচ্ছে। গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েডের ভিজ্যুয়াল দিকটায় এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন মিলবে নতুন সংস্করণে।

অ্যান্ড্রয়েড ১২-এর পূর্ণ সংস্করণ এখনো ছাড়া হয়নি ঠিক, তবে প্রথম পরীক্ষামূলক সংস্করণ পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলোতে সেটি প্রথম পাওয়া যাবে। এর সঙ্গে বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানের নির্বাচিত মডেলেও নামানো যাবে অ্যান্ড্রয়েড ১২ বেটা।

যে স্মার্টফোনগুলোতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ বেটা

  • গুগল পিক্সেল ৫

  • গুগল পিক্সেল ৪

  • গুগল পিক্সেল ৪ এক্সএল

  • গুগল পিক্সেল ৪এ

  • গুগল পিক্সেল ৪এ ফাইভজি

  • গুগল পিক্সেল ৩

  • গুগল পিক্সেল ৩ এক্সএল

  • গুগল পিক্সেল ৩এ

  • গুগল পিক্সেল ৩এ এক্সএল

  • আসুস জেনফোন ৮

  • ওয়ানপ্লাস ৯

  • ওয়ানপ্লাস ৯ প্রো

  • অপো ফাইন্ড এক্স৩ প্রো (মডেল: সিপিএইচ২১৭৩)

  • টিসিএল ২০ প্রো ফাইভজি

  • ভিভো আইকু ৭

  • শাওমি মি ১১

  • শাওমি মি ১১ আলট্রা

  • শাওমি মি ১১আই

  • শাওমি মি ১১এক্স প্রো

  • জেডটিই অ্যাক্সন ৩০ আলট্রা ফাইভজি

  • টেকনো ক্যামন ১৭

  • রিয়ালমি জিটি ফাইভজি (চীনা সংস্করণ)

  • শার্প অ্যাকুয়োস সেন্স ফাইভজি

অ্যান্ড্রয়েড ১২ বেটা ইনস্টল করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ১২

ওপরের উল্লেখিত পিক্সেল স্মার্টফোনগুলোতে ইনস্টল করার জন্য আগে হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে। এ জন্য অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। ওই একই ই-মেইল ঠিকানা আপনার স্মার্টফোনেও যুক্ত থাকতে হবে।

নিবন্ধিত হয়ে গেলে নতুন অ্যান্ড্রয়েড ইনস্টল করার জন্য স্মার্টফোনে নোটিফিকেশন পাবেন। না পেলে ফোনের সেটিংস থেকে সিস্টেমে যেতে হবে। এরপর ট্যাপ করুন সিস্টেম আপডেটে। এরপর ‘চেক ফর আপডেট’ অপশনে ট্যাপ করুন। নতুন অ্যান্ড্রয়েড ডাউনলোড হতে থাকবে। যদি না হয় তো ধরেই নিতে হবে ঠিক এই মুহূর্তে আপনার অঞ্চলের জন্য কিংবা আপনার স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১২ বেটা পাওয়া যাবে না। সে ক্ষেত্রে পূর্ণ সংস্করণের জন্য অপেক্ষা ছাড়া আর পথ নেই।

ওপরের তালিকার অন্যান্য স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট থেকে ব্র্যান্ড অনুযায়ী নির্দেশনা দেখে নিতে পারেন।

অ্যান্ড্রয়েডের যেকোনো নতুন সংস্করণ ইনস্টল করার আগে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিতে ভুলবেন না।

সূত্র: গ্যাজেটস নাউ