আমরা বাংলাদেশের বাঙালি

বিরামচিহ্ন  অংশ-১

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের প্রশ্নপত্রের ১০ নম্বর প্রশ্নটি হলো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। তোমাদের অনুশীলন ও চর্চার সুবিধার্থে আজ কয়েকটি নির্বাচিত নমুনা ‘বিরাম চিহ্নের’ অনুচ্ছেদ দেওয়া হলো।

প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো:
আমরা বাংলাদেশের বাঙালি তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি নিশ্চয় আছে ত্রিপুরার লোকজনও বাঙালি সকলেই বাংলায় কথা বলে
উত্তর: আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে—বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয় আছে, ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে।
প্রশ্ন: ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
উত্তর: ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
প্রশ্ন: রয়েল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়েল বেঙ্গল থাকবে কীভাবে
উত্তর: ‘রয়েল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে, এবং জানে যে এই টাইগার বেঙ্গলে, অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়েল বেঙ্গল থাকবে কীভাবে?
প্রশ্ন: বনের কারও মনে শান্তি নেই চোখে নেই ঘুম কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা
উত্তর: বনের কারও মনে শান্তি নেই, চোখে নেই ঘুম। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।
প্রশ্ন: সিংহ ফিসফিসিয়ে বলল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে সবাই নিচু স্বরে বলল শেয়াল শেয়াল
উত্তর: সিংহ ফিসফিসিয়ে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? সবাই নিচু স্বরে বলল—শেয়াল, শেয়াল।
প্রশ্ন: হাতি ভাবল ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে তাহলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন সেও নদীর দিকে দুপা বাড়িয়ে দিল
উত্তর: হাতি ভাবল, ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে, তাহলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন? সেও নদীর দিকে দু-পা বাড়িয়ে দিল।

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল