আসছে স্ন্যাপচ্যাট প্লাস

স্ন্যাপচ্যাটসংগৃহীত

স্টোরিজ ফিডে বিনিময় করা ছবি ও ভিডিওগুলো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে স্ন্যাপচ্যাট। স্টোরিজ বানিয়ে তারকাও বনে গেছেন অনেকে। ব্যবহারকারীদের এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবার অর্থ আয়ের পরিকল্পনা করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

আরও পড়ুন

নতুন এ পরিকল্পনার আওতায় ‘স্ন্যাপচ্যাট প্লাস’ নামের নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। ‘পেইড সাবস্ক্রিপশনস’ভিত্তিক সেবাটি কাজে লাগিয়ে স্ন্যাপচ্যাটের বিভিন্ন সুবিধা উন্মুক্ত হওয়ার আগেই পরখ করার সুযোগ মিলবে। তবে মুফতে নয়, সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসেই অর্থ গুনতে হবে।

স্ন্যাপচ্যাটের মুখপাত্র লিজ মার্কম্যান জানিয়েছেন, বর্তমানে সেবাটির কার্যকারিতা পরখ করে দেখা হচ্ছে। এটি চালু হলে স্ন্যাপচ্যাটে যুক্ত হতে যাওয়ার বিভিন্ন সুবিধা আগেভাগেই ব্যবহার করা যাবে। ফলে সেবাটিতে নিবন্ধন করা ব্যক্তিরা আরও উন্নত সেবা পাবেন।
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন