এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৫০

কার্টুন : মাসুক হেলাাল
কার্টুন : মাসুক হেলাাল

প্রশ্নোত্তর পারিভাষিক শব্দ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: পারিভাষিক শব্দ কাকে বলে? বাংলা ভাষায় পারিভাষিক শব্দের গুরুত্ব আরোপ করো।
উত্তর: বাংলা ভাষায় ব্যবহূত কতকগুলো বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ না থাকায় ওই শব্দগুলোকে বোঝানোর জন্য যেসব বাংলা শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে পারিভাষিক শব্দ বলে। পাঁচটি উদাহরণ: Acting-ভারপ্রাপ্ত, Aid-সাহায্য, Area-অঞ্চল, Art-কলা, Bank-ব্যাংক।
পারিভাষিক শব্দের গুরুত্ব: বাংলা ভাষায় ব্যবহূত বিভিন্ন বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ না থাকায় ওই শব্দগুলোকে বোঝানোর জন্য পারিভাষিক শব্দের প্রয়োজন রয়েছে।
প্রশ্ন: পারিভাষিক শব্দের প্রয়োগ বিধি কী কী?
উত্তর: প্রয়োগবিধি: পরিভাষা ব্যবহারের সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়। সেগুলো হলো:
ক) মূল ভাষায় প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা যায়। যেমন—পুলিশ চোরকে ধরতে এসেছে। পুলিশের প্রতিশব্দ নেই।
খ) মূল ভাষায় টেকসই প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা হয়। যথা—ছেলেমেয়েরা টেলিভিশন দেখছে। টেলিভিশন শব্দের প্রতিশব্দ দূরদর্শন, তবে এ শব্দটি টেকসই নয়।
গ) মূল ভাষায় প্রতিশব্দটি অপ্রচলিত হলে পরিভাষা প্রয়োগ করা হয়। যথা—টেবিলে কলমটা রাখো। টেবিলের প্রতিশব্দ চৌপায়া, তবে এটি প্রচলিত নয়।
ঘ) মূল ভাষার প্রতিশব্দটি সর্বসাধারণের বোধগম্য না হলে পরিভাষা ব্যবহার করা হয়। যেমন—গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রির প্রতিশব্দ ‘মান নির্ণায়কবিশেষ’ বলে অভিহিত করা হয়। তাই ডিগ্রি লেখাই শ্রেয়।
ঙ) পৌনঃপুনিক ব্যবহারের কারণে প্রতিশব্দ থাকলেও পরিভাষা প্রয়োগ করা যায়। যথা—অ্যাকাউনটেন্ট পদে লোক নিয়োগ করা হবে। Accountant-এর প্রতিশব্দ হিসাব রক্ষক। কিন্তু অ্যাকাউনটেন্ট পুনঃ পুনঃ ব্যবহূত হয়।
চ) সহজে গ্রহণযোগ্য পরিভাষা প্রয়োগ করা যায়। যেমন—টেলিফোন নষ্ট হয়ে গেছে। টেলিফোনের প্রতিশব্দ ‘দূরালাপনী’ কিন্তু টেলিফোন সহজে গ্রহণযোগ্য।
ছ) অফিস-আদালতে ব্যবহার্য শব্দ পারিভাষিক হওয়াই উত্তম। যেমন—বিল জমা দেওয়া হোক। এখানে বিলের পরিবর্তে অন্য কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়।
জ) অনাকাঙ্ক্ষিতভাবে মূল ভাষার প্রতিশব্দ সৃষ্টি করে শব্দের সর্বজনীনতা নষ্ট না করা উচিত। সে ক্ষেত্রে পরিভাষা প্রয়োগ করা শ্রেয়। যেমন—স্কুল খোলা নেই। স্কুলের পরিবর্তে বিদ্যালয় প্রয়োগ করলে সর্বজনীনতা নষ্ট হয়।

 প্রভাষক