সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আজ রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের ৬ষ্ঠ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।

প্রশ্ন: ক. জনুক্রম কাকে বলে?
প্রশ্ন: খ. Cycas-কে কেন জীবন্ত জীবাশ্ব বলা হয়?
প্রশ্ন: গ. চিত্র-P থ্যালাসের প্রস্থচ্ছেদের বর্ণনা দাও।
প্রশ্ন: ঘ. চিত্র-P এবং Q-এর মধ্যে কোনটি উন্নত? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
উত্তর: ক. কোনো জীবের জীবনচক্রে গ্যামেটোফাইটিক দশা ও স্পোরোফাইটিক দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।
উত্তর: খ. বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সঙ্গে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে।
Cycas উদ্ভিদ Cycadates বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadetes বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এদের অনেকই এখন বিলুপ্ত। এদের পাওয়া যায় জীবাশ্ব হিসেবে। এই বর্গের Cycas-সহ নয়টি গনের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্বে সাইকাডস-এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এ জন্যই Cycas-সহ বর্তমানকালের সব সাইকাডসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
উত্তর: গ. চিত্র-P হলো Riccia থ্যালাস। প্রস্থচ্ছেদে Riccia থ্যালাস দুটি পৃথক অঞ্চলে বিভক্ত। যথা:
(i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল এবং (ii) সঞ্চয়ী অঞ্চল।
(i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের পৃষ্ঠদেশে ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে এ অঞ্চল গঠিত। ক্লোরোপ্লাস্টযুক্ত এ সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালির ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ বায়ুরন্ধ্রের মাধ্যমে বাইরের সঙ্গে উন্মুক্ত থাকে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ও ক্লোরোপ্লাস্টবিহীন থাকে। বর্ণহীন এ কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে।

(ii) সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিচের অংশে অর্থাৎ ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এ অঞ্চল অবস্থিত। এ অঞ্চলটি বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত এবং সাধারণত আন্তকোষীয় ফাঁক-বিবর্জিত। এ সকল কোষে প্রচুর শ্বেতসার কণা থাকে। নিম্নত্বক সুগঠিত। এ থেকে এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল নির্গত হয়।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল