এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

হিসাববিজ্ঞান ১ম পত্র
১। হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো—
ক. লেনদেন চিহ্নিতকরণ খ. লেনদেন বিশ্লেষণ গ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ ঘ. স্বত্বাধিকার নিরূপণ
২। লেনদেনের বৈশিষ্ট্য হলো—
i. স্বয়ংসম্পূর্ণ ii. দৃশ্যমান iii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করবে?
ক. সম্পদ ও দায় খ. সম্পদ ও মালিকানা স্বত্ব
গ. দায় ও মালিকানা স্বত্ব ঘ. সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
৪। জাবেদায় হিসাবচক্রের কোন ধাপটি সম্পন্ন হয়?
ক. লেনদেন চিহ্নিতকরণ খ. লেনদেন বিশ্লেষণ
গ. লেনদেন লিপিবদ্ধকরণ ঘ. শ্রেণীবিন্যাসকরণ
৫। নিচের কোনটি হিসাবের প্রাথমিক ও পাকা বই?
ক. ক্রয় বহি খ. বিক্রয় বহি গ. নগদান বহি ঘ. প্রকৃত জাবেদা
# উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও
ফারহান-এর ব্যবসায়ের ৩১ ডিসেম্বর ২০১২-এ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ১১,০০০ টাকা। নগদান বই ও পাস বই তুলনা করে নিম্নরূপ তথ্য পাওয়া গেল।
i. ১০০০ টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
ii. ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত দেনাদার-এর অর্থ নগদানভুক্ত হয়নি ২০০ টাকা।
iii. ব্যাংক মজুরিকৃত সুদ নগদানভুক্ত হয়নি ১৫০ টাকা।
৬। ক্রমিক নং i-এর কারণে ঘটেছিল—
ক. নগদান বই-এর উদ্বৃত্ত বেশি দেখানো হয়েছে
খ. পাস বই-এর উদ্বৃত্ত কম দেখানো হয়েছে
গ. চেক বই-এর উদ্বৃত্ত কম দেখানো হয়েছে
ঘ. নগদান বই-এর উদ্বৃত্ত কম দেখানো হয়েছে
৭। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পর পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হবে—
ক. ৭,৮৫০ খ. ৮,১৫০ গ. ১২,৮৫০ টাকা ঘ. ১৪,১৫০ টাকা
৮। অগ্রিম আয় ক্রেডিট হওয়ার কারণ ইহা—
i. অনুপার্জিত আয় ii. অর্জিত আয়
iii. ভবিষ্যৎ সেবাদানের বাধ্যবাধকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. যন্ত্রপাতি মেরামত খরচ ৫০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। এতে কোন প্রকার ভুল হয়েছে?
ক. লেখার ভুল খ. পূরক ভুল গ. নীতিগত ভুল ঘ. করণিক ভুল
১০. কোন নীতির আলোকে সমাপণী মজুদ পণ্যের ক্রয়মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করা হয়?
ক. রক্ষণশীলতা খ. সামঞ্জস্যতা গ. মিলকরণ ঘ. আদায়করণ
১১. রফিক ব্যবসায়ে ব্যবহারের জন্য ১০০ টাকার কাগজ, ১৫০ টাকার কলম, ২৫ টাকার কার্বন পেপার এবং ২৫ টাকার পেনসিল কিনে মোট ৩০০ টাকা দ্বারা মনিহারি হিসাব ডেবিট করলেন। কোন নীতির আওতায় তিনি এই দাখিলা দিলেন?
ক. চলমান খ. আপেক্ষিক গুরুত্ব গ. দ্বৈত সত্তা ঘ. হিসাবকাল
# উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিবিধ দেনাদার ১,৭৫,০০০ টাকা। উক্ত তারিখ পর্যন্ত অলিখিত কুঋণ ৫,০০০ টাকা। বিবিধ দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
১২। হিসাব বছরের লাভ-ক্ষতি হিসাব, কুঋণ ও কুঋণ সঞ্চিতি বাবদ মোট ডেবিট হবে—
ক. ১৭,০০০ খ. ১৮,০০০ গ. ২২,০০০ টাকা ঘ. ২২,৫০০
১৩। বাট্টা সঞ্চিতির পরিমাণ হবে—
ক, ৩,০৬০ খ. ৩,৪০০ গ. ৩,৫০০ টাকা ঘ. ৩,৬০০ টাকা
১৪। বাট্টাকৃত প্রাপ্য বিল অমর্যাদা হলে—
i. ব্যাংক জমা হ্রাস পাবে ii. প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে
iii. স্বত্বাধিকার হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। কোনটি হিসাব প্রক্রিয়ার আবশ্যকীয় কাজ নয়?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ খ. শ্রেণীবিন্যাসকরণ
গ. কার্যপত্র তৈরি ঘ. আর্থিক বিবরণী তৈরি
# উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
১,৫০,০০০ টাকা দিয়ে ক্রীত যন্ত্রের সম্ভাব্য আয়ুষ্কাল ৫ বছর।
১৬। বর্ষ সংখ্যা সমষ্টি কত?
ক. ৫ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর
১৭। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে ৩য় বছরের অবচয় কত?
ক. ১০,০০০ খ. ১৫,০০০ গ. ৩০,০০০ ঘ. ৫০,০০০ টাকা
# উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও—বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা, গড় মজুদ ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদ অপেক্ষা ৫,০০০ টাকা বেশি। বিক্রয়ের ওপর মুনাফার হার ২০%।
১৮। ক্রয় কত?
ক. ১,২০০ খ. ১,৫৫,০০০ গ. ১,৭৫০ ঘ. ১,৮০,০০০ টাকা
১৯। মোট লাভ কত?
ক. ৩০,০০০ খ. ৩৭,৫০০ গ. ৪২,৫০০ ঘ. ৪৫,০০০ টাকা
২০। এক তরফা দাখিলা পদ্ধতিকে দুই তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরে যে যে হিসাব তৈরি করা আবশ্যক—
ক. মূলধন ও উত্তোলন হিসাব
খ. প্রারম্ভিক ও সমাপনী মজুদ পণ্য হিসাব
গ. দেনাদার ও পাওনাদার হিসাব ঘ. আয় ও ব্যয় হিসাব
২১। নিচের কোনটি চলতি দায়?
ক. অগ্রিম উপভাড়া খ. অর্জিত কমিশন
গ. লগ্নির অনাদায়ী সুদ ঘ. বন্ধকি ঋণ
২২। কোন লেনদেনটির ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন হবে?
ক. অনুপার্জিত আয় বাবদ নগদে গ্রহণ ৫,৫০০ টাকা খ. ধারে সরঞ্জাম ক্রয় ৭০০ টাকা গ. বাকিতে সেবা প্রদান ৭,৫০০ টাকা
ঘ. অগ্রিম ব্যয় বাবদ নগদে প্রদান ৩,৪০০ টাকা
২৩। আয় স্বীকৃতি নীতি নির্দেশ করে যে হিসাবকালে আয় স্বীকার করতে হয়—
ক. এটি অর্জনের আগেই খ. এটি অর্জনের পর গ. যখন এটি অর্জিত হয় ঘ. যখন এটি সংগৃহীত হয়
২৪। ১ জানুয়ারি ২০১১ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা, ১ জুন ২০১১ সালে ২০,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়, ২০১১ সালের ঋণের সুদের পরিমাণ কত?
ক. ১,৮০০ খ. ২,৩০০ গ. ২,৪০০ ঘ. ৩,০০০ টাকা
# উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও—
জনাব আমিন জানুয়ারি ১, ২০১০ সালে ৫,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি জানুয়ারি ৫ তারিখে নগদে ১,০০,০০০ টাকা ও বাকিতে ৮০,০০০ টাকার পণ্য ক্রয় করেন, ২০ তারিখে নগদ বিক্রয় করেন ২৫,০০০ টাকা, ২৫ তারিখে চেকে পাওনাদারকে ৪০,০০০ টাকা পরিশোধ করেন।
২৫। ৩১ জানুয়ারি আমিনের নগদ জমার পরিমাণ কত?
ক. ১,৫৫০ খ. ২,০০০ গ. ২,৩৫,০০০ টাকা ঘ. ২,৭৫০ টাকা
২৬। ৫ তারিখের লেনদেনটির দাখিলা হবে—
i. ক্রেডিট দিকে নগদের ঘরে ১,৮০,০০০ টাকা
ii. ক্রেডিট দিকে নগদের ঘরে ১,০০,০০০ টাকা
iii. ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে ৮০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
# তথ্যসমূহ থেকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও— আনিস ক্রয়-বিক্রয়মূলক ব্যবসায়ের মালিক। তিনি বিক্রয়মূল্যের ওপর ২৫% লাভে পণ্য বিক্রয় করে থাকেন। তাঁর ব্যবসায়ের বিক্রীত পণ্যের ব্যয় ৭৫,০০,০০০ টাকা।
২৭। আনিসের ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ—
ক. ৭৫,০০০ টাকা খ. ৯৩,৭৫,০০০ টাকা
গ. ১,০০,০০,০০০ টাকা ঘ. ১০২,৫০০ টাকা
২৮। আনিসের ব্যবসায়ের মোট লাভ কত?
ক. ১৮,৭৫,০০০ খ. ২০,০০,০০
গ. ২৩,০০,০০ ঘ. ২৫,০০,০০০ টাকা
২৯। মুনাফা জাতীয় আয়-ব্যয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলা প্রণয়ন করা হয়, তাকে কী বলে?
ক. সংশোধনী দাখিলা খ. প্রারম্ভিক দাখিলা
গ. সমন্বয় দাখিলা ঘ. সমাপনী দাখিলা
৩০। ওয়ান ব্যাংক ৫,০০০ টাকা লভ্যাংশ আদায় করে আমানতকারীর হিসাবে লিপিবদ্ধ করেছে। এ লেনদেনটির দ্বারা আমানতকারীর—
ক. পাস বই-এর ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পাবে
খ. পাস বই-এর ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পাবে
গ. নগদান বই-এর ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পাবে ঘ. নগদান বই-এর ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পাবে
৩১। কলকব্জা ২০,০০০ টাকা; মজুদ ৮,৫০০ টাকা; নগদ ১০০ টাকা। পাওনাদার ৩,০০০ টাকা; কর্জ ৪,০০০ টাকা হলে মূলধন কত?
ক, ২১,১০০ খ. ২১,৬০০ গ. ২৫,১০০ ঘ. ২৫,৬০০ টাকা
৩২। জনাব কালাম ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। ৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনেন এবং ২,০০০ টাকা ব্যাংক ঋণ গ্রহণ করেন। জনাব কালামের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
ক. ১৩,০০০ খ. ১৫,০০০ গ. ১৭,০০০ ঘ. ১৯,০০০ টাকা
৩৩। পাওনাদারকে ১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৮৫০ টাকা প্রদান করা হলো। বাকি ১৫০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব গ. আয় হিসাব ঘ. ব্যয় হিসাব
৩৪। ভোক্তাদের মধ্যে বিনা মূল্যে পণ্য বিতরণ—এর জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট খ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট গ. বিবিধ খুচরা হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট ঘ. বিজ্ঞাপন হিসাব ডেবিট
৩৫। সমন্বিত ক্রয় সম্বন্ধে কোনটি সঠিক?
ক. প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় - সমাপনী মজুদ পণ্য
খ. প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় পণ্য - সমাপনী মজুদ পণ্য
গ. প্রারম্ভিক মজুদ পণ্য + সমাপনী মজুদ পণ্য - ক্রয়
ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় + সমাপনী মজুদ পণ্য
৩৬। রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে—কোন জাতীয় ভুলের কারণে?
ক. নীতির ভুল খ. যোগের ভুল
গ. স্থানান্তরের ভুল ঘ. উদ্বৃত্ত বের করার ভুল
৩৭। কোনো সম্পদের আয়ুষ্কাল শেষে তা বিক্রয় করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক. বিক্রয়মূল্য খ. ভগ্নাবশেষ মূল্য
গ. অনুমান মূল্য ঘ. অবিচিত মূল্য
৩৮। কোনো প্রতিষ্ঠানের একটি যন্ত্রের অর্জন মূল্য ১,৫০,০০০ টাকা (যার মধ্যে আনয়ন খরচ ১০,০০০ টাকা, ভ্যাট ১০,০০০ টাকা, সংস্থাপন খরচ ১০,০০০ টাকা) যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য কত?
ক. ১,৫০,০০০ টাকা খ. ১,৪০,০০০ টাকা
গ. ১,৩০,০০০ টাকা ঘ. ১,২০,০০০ টাকা
৩৯। একতরফা দাখিলা পদ্ধতির লাভ-ক্ষতি নির্ণয় করা হয়—
ক. আয় থেকে ব্যয় বাদ দিয়ে খ. ব্যয় থেকে আয় বাদ দিয়ে
গ. আয়ের সঙ্গে ব্যয় যোগ করে
ঘ. সমাপনী মূলধন ও প্রারম্ভিক মূলধনের মধ্যে তুলনা করে
৪০। প্রারম্ভিক আর্থিক বিবরণী থেকে কোনটি নির্ণয় করা হয়?
ক. প্রারম্ভিক মূলধন খ. সমাপনী মূলধন
গ. প্রারম্ভিক সম্পত্তি ঘ. প্রারম্ভিক দায়।
# উত্তর ছাপা হবে আগামীকাল