
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৫
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
হাতি আর শেয়ালের গল্প
মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দা-কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো।
দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা, সবাই এ কথা জানে। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
১। মানুষ তখন একটু একটু কী হচ্ছে?
ক. শিক্ষিত খ. অসভ্য গ. সভ্য ঘ. নিরক্ষর
উত্তর: ঘ. সভ্য
২। বনে বনে তখন কাদের রাজত্ব?
ক. হাতিদের খ. মানুষের গ. সিংহের ঘ. পশুদের
উত্তর:
ঙ. পশুদের।
৩। বিশাল আকারের সেই পশুটি একদিন এক বন থেকে অন্য বনে এসেছে।— সেটি কী?
ক. ঘোড়া খ. সিংহ গ. হাতি ঘ. জিরাফ
উত্তর: গ. হাতি
৪। হাতিটার শুঁড় এতটাই লম্বা ছিল যে গিয়ে বুঝি—।
ক. আকাশের গায়ে ঠেকবে খ. পাহাড়ের চূড়ায় ঠেকবে
গ. গাছের আগায় ঠেকবে ঘ. চাঁদের গায়ে ঠেকবে
উত্তর: ক. আকাশের গায়ে ঠেকবে।
৫। মস্ত হাতিটা একটা বন থেকে অন্য একটা বনে ঢুকল কেন?
ক. তাড়া খেয়ে খ. পথ ভুল করে
গ. খেলতে খেলতে ঘ. নিমন্ত্রণ খেতে
উত্তর: ক. তাড়া খেয়ে।
৬। মস্ত হাতিটার পাগুলো দেখতে কেমন?
ক. সুপারিগাছের মতো চিকন
খ. বটপাকুড়গাছের মতো মোটা
গ. বাঁশের মতো লম্বা ঘ. তালগাছের মতো মোটা
উত্তর: খ. বটপাকুড়গাছের মতো মোটা
৭। হাতিটার শরীর আর কী নিয়েই তার যত অহংকার?
ক. পা খ. শুঁড় গ. শক্তি ঘ. লেজ
উত্তর: গ. শক্তি
৮। ‘সে-কী বিশাল শরীর।’—কার শরীর?
ক. হাতির ক. সিংহের গ. শিয়ালের ঘ. বাঘের
উত্তর: ক. হাতির।
৯। অহংকারী হাতির মেজাজটা কেমন ছিল?
ক. শান্ত খ. তিরিক্ষি গ. ভদ্র ঘ. কোমল
উত্তর: খ. তিরিক্ষি।
১০। খুব জোরে গলা ফাটিয়ে প্রচণ্ড হুংকার দিয়েছিল কে?
ক. দুষ্টু হাতিটা খ. ওই বনের সিংহটা
গ. শান্ত হাতিটা ঘ. ওই বনের শিয়ালটা
উত্তর: ক. দুষ্টু হাতিটা।
১১। হাতিটা প্রচণ্ড হুংকার দিলে কী থরথর করে কেঁপে উঠল?
ক. সব পশুপাখি খ. সমস্ত বন গ. সব গাছপালা ঘ. পুরো পৃথিবী
উত্তর: খ. সমস্ত বন।
১২. হাতিটা বনে এসে এমন ভাব করল যেন সেই বনের—
ক. মোড়ল খ. মাতব্বর গ. রাজা ঘ. সম্রাট
উত্তর: গ. রাজা।
১৩. হাতি যে হরিণটিকে শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলে দিয়েছিল, সেই হরিণটি কেমন ছিল?
ক. খুব ছোট ক. খুব বড় গ. রুগ্ণ ঘ. নিরীহ।
উত্তর: ঘ. নিরীহ।
১৪। হাতি যে পিঁপড়াটিকে পায়ের তলায় পিশে মেরে ফেলল, তার চলা কেমন?
ক. খুব ধীর খ. বিন্দুসদৃশ গ. খুব দ্রুত ঘ. দ্রুত, খানিক ধীর
উত্তর: খ. বিন্দুসদৃশ।
১৫। দিনে দিনে হাতিটা কেমন হয়ে উঠল?
ক. আরও দুর্বিনীত খ. আরও ভীতু
গ. আরও জেদি ঘ. আরও জটিল
উত্তর: ক. আরও দুর্বিনীত
১৬। হাতি নদীতে যেখানে তলিয়ে গেছে, আসলে সে জায়গাটি কী রকম ছিল?
ক. বালিচোরা খ. বেশ গভীর গ. চোরাবালি ঘ. খাড়া ভাঙন
উত্তর: গ. চোরাবালি।