এখন স্কাইপে বিনামূল্যে গ্রুপ ভিডিও কল

স্কাইপ
স্কাইপ

নতুন প্রধান নির্বাহী সত্য নাদেলার ছোঁয়ায় মাইক্রোসফটের রীতি-নীতিতে, নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন এসেছে। লাভ কম হলেও মাইক্রোসফটের যে সেবাগুলো যাতে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতেই যেন কাজ করছেন তিনি। তার সাম্প্রতিক এক উদাহরণ দেখা যাচ্ছে জনপ্রিয় ভিডিও চ্যাটিং অ্যাপ স্কাইপের ক্ষেত্রে। উইন্ডোজ, ম্যাক ও এক্স বক্স ওয়ানের জন্য স্কাইপের গ্রুপ ভিডিও কলিং ফিচারটিকে বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগে এ ফিচারটি কেবল স্কাইপের প্রিমিয়াম গ্রাহকদের জন্যই ব্যবহারের সুযোগ ছিল।

মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে স্কাইপের বিপণন বিভাগের কর্মকর্তা ফিলিপ স্ন্যালুন জানিয়েছেন, ‘শুরু থেকে মানুষের সহজ ও উন্মুক্ত যোগাযোগের জন্য সুযোগ তৈরি করে দিতে পেরে স্কাইপ গর্বিত। স্কাইপ যদিও একজনের সঙ্গে আরেকজনের ভিডিওকলের জন্য পরিচিত কিন্তু আমরা জানি অনেক সময় অনেকের একসঙ্গে কথা বলার প্রয়োজন পড়ে। বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে একত্রে কথা বলতে হয়। গত কয়েক বছর ধরে আমরা উইন্ডোজ ডেস্কটপ ও ম্যাক অপারেটিং সিস্টেমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই সেবাটি চালু রেখেছিলাম। আজ থেকে এটি স্কাইপ প্ল্যাটফর্মে সবার জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গুগল তাদের হ্যাংআউটে শুরু থেকেই বিনামূল্যে গ্রুপ ভিডিও কল সুবিধা যুক্ত করেছে। গুগল হ্যাংআউট হচ্ছে গুগলের তৈরি ইনস্ট্যান্ট মেসেজ ও ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম।

বাজার-গবেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট দ্রুত তাদের বিভিন্ন সেবা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। এমনকি প্রতিদ্বন্দ্বীদের প্ল্যাটফর্মেও যুক্ত হচ্ছে মাইক্রোসফট। সম্প্রতি অ্যাপলের তৈরি আইপ্যাডে মাইক্রোসফট অফিস, আইফোন ও অ্যান্ড্রয়েডে ডকুমেন্ট সম্পাদনার সুযোগ দিয়েছে মাইক্রোসফট।

কীভাবে গ্রুপ ভিডিও কল করবেন তার ভিডিও দেখুন: