এখানেই ডটকমের নতুন সিইও সাইলেন্দ্রা
বাংলাদেশে ক্লাসিফায়েড ওয়েবসাইট এখানেই ডটকমের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন মালয়েশিয়ান বংশোদ্ভূত সাইলেন্দ্রা এ এস নাথান। এর আগে তিনি গুগল মালয়েশিয়ায় টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।
সাইলেন্দ্রা প্রথম আলোকে বলেন, বাংলাদেশে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাও। অনলাইনে বিজ্ঞাপন পোস্ট করে পণ্য কেনা-বেচার বা ক্লাসিফায়েডের ক্ষেত্রে বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। এ দেশের তরুণেরা ইন্টারনেটের দিকে ঝুঁকছেন। কোনো পণ্য কেনাকাটা করার আগে তাঁরা অনলাইনে খোঁজখবর করছেন।
সাইলেন্দ্রা আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় এমন ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরি করার লক্ষ্য তাঁদের। মানুষ যাতে এখানেই ডটকমকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তাঁদের প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন পোস্ট করতে পারেন সেদিকে লক্ষ্য থাকবে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, সার্চ বা অন্য ওয়েবসাইট ব্যবহারের পাশাপাশি বাংলাদেশে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে কাজ করা হবে।
ক্লাসিফায়েডে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে বলেন, বাজার সম্ভাবনা প্রচুর। বিশেষ করে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির বিষয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টেনে আনবে। বাংলাদেশে পুরোনো পণ্য কেনা-বেচার চল রয়েছে। আমরা মানুষকে সহজ একটি প্ল্যাটফর্ম দিয়ে সহযোগিতা করে যাব।
প্রথমবারের মতো বাংলাদেশে আসা সাইলেন্দ্রা বলেন, এখন বাংলা ভাষা শিখছি। শিগগিরই বাংলা ভাষা আয়ত্তে চলে আসবে।