এশিয়ায় উবারের সাদা পতাকা

দারা খোশরোশাহি ও অ্যান্থনি ট্যান
দারা খোশরোশাহি ও অ্যান্থনি ট্যান

আবারও সাদা পতাকা দেখাল উবার। প্রতিযোগিতা এড়াতে স্থানীয় প্রতিদ্বন্দ্বীর কাছে বিক্রি করে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। আর তা কিনে নিচ্ছে সিঙ্গাপুরভিত্তিক আরেক অ্যাপনির্ভর পরিবহন সেবাদাতা গ্র্যাব। তবে যুক্তরাষ্ট্রেও না, সিঙ্গাপুরেও না, লাভের গুড় যাচ্ছে জাপানে।

প্রতিযোগিতা এড়ানোর মনোভাব উবারের নতুন নয়। ২০১৬ সালে চীনের ব্যবসাপ্রতিষ্ঠান দিদি চাশিংয়ের কাছে বিক্রি করেছে কিংবা করতে বাধ্য হয়েছে। গত বছর রাশিয়ায়ও একই ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি। এশিয়ায় এক সাম্প্রতিক সফরে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোশরোশাহি বলেছিলেন, স্থানীয় বাজারে আরও প্রতিশ্রুতিশীল হবে উবার। তবে দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে এমন সিদ্ধান্তে পরিষ্কার, উবার মূলত উত্তর আমেরিকার বাজারের ওপর নির্ভর করতে চায়।

গ্র্যাব ও উবারের চুক্তি অনুযায়ী ৬২ কোটি মানুষের দক্ষিণ-পূর্ব এশিয়ায় উবারের সব কার্যক্রমের দখল নেবে গ্র্যাব। বিনিময়ে গ্র্যাবের ২৭ দশমিক ৫ শতাংশ শেয়ার পাবে উবার এবং গ্র্যাবের পরিচালনা পর্ষদে যোগ দেবেন দারা খোশরোশাহি। মজার ব্যাপার হচ্ছে, দুটি প্রতিষ্ঠানেই সবচেয়ে বড় বিনিয়োগকারী জাপানের সফটব্যাংক গ্রুপ। ‘নিজেদের’ মধ্যে প্রতিযোগিতা এড়াতে প্রভাব খাটিয়েছে বিনিয়োগকারী এই প্রতিষ্ঠান। কারণটাও পরিষ্কার।

২০২৫ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাইড-শেয়ারিং সেবার বাজার ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। আর গ্র্যাব ও উবারের সঙ্গে সফটব্যাংকের বিনিয়োগে ভারতের ওলা এবং চীনের দিদি চাশিং যোগ করলে দিনে প্রায় সাড়ে ৪ কোটি গ্রাহককে রাইড-শেয়ারিং সেবা দিয়ে থাকে এই চার প্রতিষ্ঠান। সফটব্যাংক তো চাইবেই প্রতিযোগিতা এড়াতে। কারণ প্রতিযোগিতা বেশ ব্যয়সাপেক্ষ। এগিয়ে থাকতে এ ধরনের প্রতিষ্ঠানগুলো ছাড়ে সেবা দিয়ে থাকে।

২০১২ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ডাকার সেবা দিয়ে শুরু হয় গ্র্যাব। বর্তমানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ও কম্বোডিয়ার ১৯১ শহরে সেবা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লুমবার্গ

যেহেতু আমরা পণ্য ও প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করি, এই চুক্তি আমাদের উন্নয়নের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে এগিয়ে নেবে।

দারা খোশরোশাহি

সিইও, উবার

উবারের সঙ্গে যৌথভাবে এখন আমরা প্রতিশ্রুতি পূরণ এবং গ্রাহকসেবায় আরও ভালো অবস্থানে উন্নীত হয়েছি।

অ্যান্থনি ট্যান

সিইও, গ্র্যাব