এসএসসি পরীক্ষার পড়াশোনা

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে।

১৪৩. ফক্কিকার বলতে বোঝায়

ক. ফাঁকিবাজি খ. ফন্দিফিকির

গ. ফরমান ঘ. ফরিয়াদ

সঠিক উত্তর: ক. ফাঁকিবাজি।

১৪৪।সম্মার্জনী শব্দের অর্থ কী?

ক. সবার জন্য খ. ঝাড়ু/ ঝাঁটা

গ. সবাইকে ক্ষমা করা

ঘ. দাঁতের মাজন

সঠিক উত্তর: খ. ঝাড়ু/ ঝাঁটা।

১৪৫। আমাদের প্রকৃত অবনতি দেখিয়ে দিচ্ছে কে?

ক. বিবেক খ. শিক্ষা

গ. চোখ ঘ. শিক্ষিত সমাজ

সঠিক উত্তর: ক. বিবেক।

১৪৬।নীহার শব্দের অর্থ নিচের কোনটি?

ক. বিধাতা খ. নরম মাটি

গ. রাত্রিবেলা ঘ. হিমানী

সঠিক উত্তর: ঘ. হিমানী।

১৪৭।নীলকান্ত মণি শব্দের অর্থ

ক. নীল আকাশ

খ. নীল রঙের আকাশ

গ. নীল রঙের মূল্যবান পাথর

ঘ. নীল রং

সঠিক উত্তর: গ. নীল রঙের মূল্যবান পাথর।

১৪৮।পতিত পাবন শব্দের অর্থ কী?

ক. অজ্ঞ লোক খ. জ্ঞানী লোক

গ. মহামানব

ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন

সঠিক উত্তর: ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন।

১৪৯।ভাঁড়েও ভবানী অর্থ কী?

ক. অসম্ভব ভাবনা খ. সচ্ছলতা

গ. রিক্ত ঘ. গোপন

সঠিক উত্তর: গ. রিক্ত।

১৫০। কোনটির নগদ বাজারদর নেই?

ক. ধর্মের খ. কর্মের

গ. শিক্ষার ঘ. পরীক্ষার

সঠিক উত্তর: গ. শিক্ষার।

১৫১। বই পড়ার যৌক্তিকতা কী?

ক. জাতিগঠন খ. আত্মোপলব্ধি

গ. বড় হওয়া ঘ. অর্থ উপার্জন

সঠিক উত্তর: খ. আত্মোপলব্ধি।

১৫২। কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?

ক. অশিক্ষিত মানুষ

খ. শিক্ষিত মানুষ

গ. ডেমোক্রেসি

ঘ. কলেজপড়ুয়া বিদ্বান

সঠিক উত্তর: গ. ডেমোক্রেসি।

১৫৩। মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?

ক. লাইব্রেরির ওপর

খ. সাহিত্যের ওপর

গ. শিক্ষিত লোকের ওপর

ঘ. বিজ্ঞানের ওপর

সঠিক উত্তর: খ. সাহিত্যের ওপর।

১৫৪। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?

ক. জাতীয় ঐতিহ্যে

খ. মানুষের আচরণে

গ. মানুষের সংস্কৃতিতে

ঘ. সাহিত্যে

সঠিক উত্তর: ঘ. সাহিত্যে।

১৫৫।অবস্থা বড়ই খারাপ।’— ডাক্তার কথাটি কীভাবে জানালেন?

ক. দুঃখিত মনে

খ. চিন্তিত ও বিমর্ষ মুখে

গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে

সঠিক উত্তর: খ. চিন্তিত ও বিমর্ষ মুখে।

১৫৬। ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?

ক. মামা খ. পরিবেশ

গ. মামি ঘ. মা

সঠিক উত্তর: খ. পরিবেশ।

১৫৭। দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?

ক. মায়ের কথা

খ. মাখনলালের কথা

গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা

সঠিক উত্তর: গ. গ্রামের কথা।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল