এসো গাছ চিনি (দ্বিতীয় পর্ব)

.
.

গাছটি পরিচিত কড়ই নামে। আসলে এটি শিরীষগাছ। বৈজ্ঞানিক নাম Albizia lebbeck। জন্মস্থান বাংলাদেশ ও ভারত। দেশের প্রায় সব ধরনের শিরীষ সাধারণত কড়ইগাছ নামে পরিচিত। শিরীষ ফুলের সৌন্দর্য সম্পর্কে এদেশীয় কবিকুলের সচেতনতা সুপ্রাচীন। কালিদাস শিরীষকে চারুকর্ণের অলংকার বলে মেঘদূত-এ উল্লেখ করেছেন। চৈত্রের শেষে বৃষ্টিস্নাত ধরিত্রীর স্নেহস্পর্শ ব্যতিরেকে এ দেশে শিরীষ প্রস্ফুটিত হয় না। তারপরও চৈত্রের ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই মৌসুমে এতে বেশ ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে অনেকটা রাজনৈতিক পোস্টারের মতো।
ছবি: মো. মাহফুজুর রহমান, গোপালগঞ্জ