কালমেঘ একটি ছোট বীরুৎ-জাতীয় উদ্ভিদ

প্রশ্নোত্তর  অংশ-৯

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৪
জ্ঞানমূলক প্রশ্ন:
১। ওজোন ঢাল কী?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে অক্সিজেন ওজোনের একটি ঘনস্তর থাকে। একে ওজোন ঢাল বলে।
২। শিল্পায়ন কাকে বলে?
উত্তর: মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা, যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: আলট্রাভায়োলেট রশ্মি কীভাবে জীবদেহের জন্য ক্ষতিকর?
উত্তর: আলট্রাভায়োলেট রশ্মি তিন ধরনের UV-A, UV-B, UV-C, UV-A এবং UV-B এর পরিমাণ বৃদ্ধি পেলে ত্বকের ক্যানসার হওয়ার ঘটনা বেড়ে যায়। এ ছাড়া UV-B এর কারণে নানা ধরনের চোখের অসুখ, যেমন—ছানি পড়া, চোখের লেন্সের আকৃতি এবং বৃদ্ধদের মধ্যে চোখের দৃষ্টিহীনতা বেড়ে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সংক্রামক রোগের ঘটনা বেড়ে যায়।

অধ্যায়-১৫
জ্ঞানমূলক প্রশ্ন:
১। বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
২। হাওর কী?
উত্তর: মানুষের তৈরি অথবা প্রাকৃতিকভাবে তৈরি বিস্তীর্ণ জলাশয়, যাতে বছরের সব সময় পানি থাকে, তাকে হাওর বলে।
৩। প্লাইস্টোসিন যুগ কত বছর আগে ছিল? উত্তর: বর্তমান থেকে ২৫,০০০ বছর আগে ছিল।
৪। ম্যানগ্রোভ কী?
উত্তর: উপকূলীয় প্রতিকূল পরিবেশের জন্য অভিযোজিত গাছগুলোকে ম্যানগ্রোভ বলে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: গঙ্গা-ব্রহ্মপুত্র পদ্মাবাহিত পলিমাটি দিয়ে গঠিত সমভূমির পরিবেশীয় বৈশিষ্ট্য কী কী?
উত্তর: এ অঞ্চলে মাটি পলি দিয়ে গঠিত, কাজেই মাটি বেশ উর্বর। বর্ষার সময় এ অঞ্চলের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়, ফলে প্রচুর জলজ উদ্ভিদের জন্ম ও বিস্তার ঘটে। বর্ষার শেষে অনেক জলজ উদ্ভিদ পচে জৈব সারে পরিণত হয় এবং মাটিকে উর্বরতর করে।
প্রশ্ন: ক্রান্তীয় চিরহরিৎ বন বলতে কী বোঝো?
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ বনের বড় বড় গাছের পাতা শীতকালে ঝরে যায় না, যেমনটি শালবনে ঘটে। তাই এদের ক্যানোপি বা গাছের শীর্ষ ভাগ সারা বছরই সবুজ দেখা যায়।

অধ্যায়-১৬
জ্ঞানমূলক প্রশ্ন:
১। চিংড়ি কোন পর্বের প্রাণী?
উত্তর: চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী।
২। টাসেল কী?
উত্তর: পুং-মঞ্জরিকে বলা হয় টাসেল।
৩। কব কী?
উত্তর: স্ত্রী-মঞ্জুরিকে বলা হয় কব।
৪। বাংলাদেশে কত প্রকার বাঁশ রয়েছে?
উত্তর: ১৯ প্রকার।
অনুধাবনমূলক প্রশ্ন:
১। ভেষজ উদ্ভিদ হিসেবে কালমেঘ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কালমেঘ একটি ছোট বীরুৎ-জাতীয় উদ্ভিদ। সব গাছ, বিশেষ করে পাতা ভেষজ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কালমেঘ পাতার রস এক চামচ পরিমাণে খেতে হয়। ছোট ছেলেমেয়েদের জ্বর, ক্রিমি, অজীর্ণ ও লিভার দোষে এটি একটি ভালো ওষুধ। এ কারণে ভেষজ উদ্ভিদ হিসেবে কালমেঘ গুরুত্বপূর্ণ।

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ