কিস্তিতে আইফোন ৬ ও ৬ প্লাস

আইফোন ৬ ও ৬ প্লাস
আইফোন ৬ ও ৬ প্লাস

দেশে অ্যাপল–ভক্তদের জন্য কিস্তিতে আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি শুরু করেছে কম্পিউটার সোর্স। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত কম্পিউটার সোর্সের স্টোর থেকে নগদে বা ১২ মাসের কিস্তি সুবিধায় কেনা যাবে এই দুটি ফোন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে।
কম্পিউটার সোর্স সূত্র জানিয়েছে, গত মাস থেকে আমরা বাংলাদেশে অ্যাপল আইফোন বিক্রি শুরু করেছি। এ ছাড়া ধানমন্ডিতে কম্পিউটার সোর্সের ব্র্যান্ড শপ থেকে আইফোনের ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা নিতে পারছেন ক্রেতারা।
অ্যাপল অথরাইজড রিসেলার হিসেবে ব্র্যান্ড শপ ছাড়া বাংলাদেশে অ্যাপল অনুমোদিত চ্যানেলের যেকোনো সেলস আউটলেট থেকে কেনা আইফোনের এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স। এই সেবার জন্য অতিরিক্ত কোনো খরচ নেই।
দেশে ১৬ গিগাবাইট সংস্করণটির আইফোন ৬ কিনতে খরচ পড়বে ৭৩ হাজার ৮২৫ টাকা। অন্যদিকে, ৬৪ গিগাবাইটের আইফোন ৬ ও ১৬ গিগাবাইটের আইফোন ৬ প্লাসের দাম ৮৫ হাজার ২০০ টাকা।
দেশের বাজারে গ্রামীণফোন ও রবি কিস্তিতে আইফোন কেনার সুযোগ দিচ্ছে।