কুষ্টিয়ার ডিসি অফিসের ফেসবুক পেজ

মাঠ প্রশাসনের সরকারি বিভিন্ন সেবা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তা সারা দেশে ছড়িয়ে দিতে চান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উদ্ভাবনী বিষয় নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া ডিসি অফিসের মতো যেন সারা দেশের প্রশাসনিক অফিসগুলোর ফেসবুক পেজ চালু হতে এবং এ রকম সেবা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কার সচিব এন এম জিয়াউল আলম, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক মানিক মাহমুদ এবং খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
এর আগে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময়ে কল্যাণমুখী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব-উল ফেরদৌস।
এরপর বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ধারণা উপস্থাপন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিমা খাতুন, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল্লুর রহমান, ভেড়ামারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সেখানে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, সিভিল সার্জন নাজমুল হোসাইন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাসহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।