‘ক্যাপচা’ থেকে মুক্তি মিলবে আইফোনে

ক্যাপচাম্যাক রিউমার

অনলাইনে তথ্য খোঁজার সময় ব্যবহারকারী সম্পর্কে সন্দেহ হলেই ‘ক্যাপচা’ (বিশেষ ফন্টে লেখা কোড বা ছবির ধাঁধা) সমাধান করতে বাধ্য করে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। সঠিকভাবে তথ্য বা ছবি শনাক্ত করে ব্যবহারকারীদের প্রমাণ দিতে হয় তিনি রোবট না, মানুষ।

আরও পড়ুন

আইফোন ব্যবহারকারীদের বিরক্তিকর এ পদ্ধতি থেকে মুক্তি দিতে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় যাচাই সুবিধা যুক্ত করছে অ্যাপল। নতুন এ সুবিধা অ্যাপল আইডিতে থাকা তথ্য কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করবে। ফলে ব্যবহারকারীদের ক্যাপচা সমাধান করতে হবে না।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন