খ্রিষ্টাব্দ ৮ থেকে অধিবর্ষ গণনা শুরু হয়

সংক্ষিপ্ত উত্তর  অংশ-১১
প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।
অধ্যায়-১১
প্রশ্ন: বাংলা মাসের প্রথম ৫টি মাসের দিনের সংখ্যা কত?
উত্তর: ৩১।
প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: কত সাল থেকে অধিবর্ষ গণনা শুরু হয়?
উত্তর: খ্রিষ্টাব্দ ৮ সাল থেকে।
প্রশ্ন: লিপ ইয়ার কী?
উত্তর: ইংরেজি সালের সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য না হলে এবং তা ৪ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ।
প্রশ্ন: ১৫০০, ২০২০, ১৮০০ সালের কোনটি অধিবর্ষ?
উত্তর: ২০২০।
প্রশ্ন: ১৯০০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?
উত্তর: ২৮ দিনে।
প্রশ্ন: চৈত্র মাস কত দিনে?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ৩০ মিনিট, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ১৪টা ৩০ মিনিট।
প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ৩টা আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে?
উত্তর: ৩টা।
প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী।
প্রশ্ন: ৫ বছরকে ঘণ্টায় লিখলে কত হয়?
উত্তর: ৪৩৮০০ ঘণ্টা।
প্রশ্ন: তোমাদের স্কুল ৪টায় ছুটি হয়। আন্তর্জাতিক নিয়মে তখন কয়টা বাজে?
উত্তর: ১৬টা।
প্রশ্ন: মাসের নাম উল্লেখ না থাকলে যেকোন মাস কত দিনে ধরা হয়?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না।
উত্তর: আন্তর্জাতিক রীতিতে।
অধ্যায়-১২
প্রশ্ন: অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
প্রশ্ন: বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
প্রশ্ন: শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো?
উত্তর: প্রতিটি শ্রেণীর দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণী ব্যবধান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা