গুগলের মস্ত বড় ভুল

মস্ত বড় ভুল করেছে গুগলও। ফেসবুক আসার আগে গুগলের পক্ষে সামাজিক যোগাযোগের ক্ষেত্রটি দখল করার সবচেয়ে বড় সুযোগ ছিল। কিন্তু গুগল সেদিকে পা বাড়ায়নি আর এ ভুলের জন্য এখনো আক্ষেপ করছেন গুগলের সাবেক প্রধান নির্বাহী ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড।
এ প্রসঙ্গে এরিক স্মিড জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গুগলকে এগিয়ে না নেওয়ার পদক্ষেপটিই তাঁর ও প্রতিষ্ঠানের বড় ভুল ছিল। এমন ভুল গুগল আর কখনো করবে না বলেও জানান তিনি।
মস্ত বড় এ ভুলের কারণ হিসেবে স্মিড জানিয়েছেন, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলো যখন জনপ্রিয় হতে শুরু করেছিল, গুগল তখন অন্য বিষয়গুলোর দিকে বেশি জোর দিয়েছিল। কিন্তু তা না করে সামাজিক যোগাযোগকে গুরুত্ব দিলেই সবচেয়ে ভালো করত গুগল।
এদিকে মার্কিন প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, শুরু থেকেই গুগল সামাজিক যোগাযোগে আসতে চেষ্টা করেছে। ফেসবুক আসার আগে অরকুট নামের একটি সাইট ছিল গুগলের। এরপর গুগল বাজ আনলেও তা জনপ্রিয় হয়নি। সর্বশেষ গুগল প্লাস দিয়ে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুকের কাছাকাছি যেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের প্রযুক্তির ক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহার আরও দ্রুত বাড়বে বলেই ভবিষ্যদ্বাণী করেছেন গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তা এরিক স্মিড।