চলছে অনলাইন ভোট পর্ব
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর সেরা তিন অ্যাপ নির্বাচনের জন্য চলছে অনলাইন ভোট। অনলাইনে প্রাপ্ত ভোট এবং বিচারকদের রায়ের ওপর ভিত্তি করে নির্ধালণকরা হবে প্রতিযোগিতার বিজয়ী তিন অ্যাপ। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে মোবাইল ফোনের জন্য অ্যাপলিকেশন (অ্যাপস) তৈরির এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে দশটি অ্যাপ।এই সেরা দশ অ্যাপের মধ্যেই চলছে ভোট।
ভোট দেওয়ার জন্য অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে যেতে হবে (www.eatlapps.com) এই ঠিকানায়। ইনস্টল করতে হবে ‘ইএটিএল অ্যাপস’ অ্যাপটি, তারপর ইএটিএল অ্যাপস স্টোর থেকে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ‘ইএটিএল অ্যাপস’-এর কনটেস্ট ট্যাবে ক্লিক করলে পাওয়া যাবে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর সেরা ১০ অ্যাপসের তালিকা। এখান থেকে স্টার মার্কিংয়ের ভিত্তিতে ভোট দেওয়া যাবে পছন্দমতো অ্যাপটিতে।
প্রতিযোগিতার সমন্বয়কারী রাজেশ পালিত প্রথম আলোকে বলেন, যে কেউ অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে একটি করে ভোট দিতে পারবেন। একই অ্যাপে একটির বেশি ভোট দেওয়া যাবে না, তবে একাধিক অ্যাপ পছন্দ হলে প্রতিটিতে একটি করে ভোট দেওয়া যাবে।
অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়েছে গত মঙ্গলবার ১৮ মার্চ দুপুর থেকে, চলবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। ২৯ মার্চ গ্রান্ড ফিনালের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী তিন অ্যাপসের নাম ঘোষণা করা হবে। বিজয়ী তিন অ্যাপ নির্ধারণের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন করা হবে বিচারকদের রায়কে এবং অনলাইন ভোটিং থেকে ২০ শতাংশ।
প্রতিযোগিতার প্রথম বিজয়ী অ্যাপ পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী অ্যাপ পাঁচ লাখ টাকা এবং তৃতীয় বিজয়ী অ্যাপ দুই লাখ টাকা। এই প্রতিযোগিতা শুরু হয় গত বছরের জুলাই মাস থেকে।
—মো. রাফাত জামিল