চুলের শত্রু তামা

পানি রাখার ধাতব আধারে (ট্যাংক) তামার (কপার) উপস্থিতি মানুষের চুলের ক্ষতি করে। এ সমস্যা দূর করতে মার্কিন গবেষকেরা নতুন এক ধরনের শ্যাম্পু তৈরির পরিকল্পনা করছেন। তাঁরা বলছেন, চুলে স্বাভাবিকভাবেই কপার থাকে। কিন্তু এর মাত্রা বেড়ে গেলেই সমস্যা। মাত্রাতিরিক্ত কপার প্রভাবক হিসেবে সক্রিয় থেকে রোদ ও বাতাসের ময়লার মাধ্যমে চুল ফেটে যাওয়ার হার বাড়ায় ও উজ্জ্বলতা কমায়।

প্রসাধন সামগ্রী উ ৎ পাদনকারী মার্কিন প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের (পিঅ্যান্ডজি) বিশেষজ্ঞ জেনিফার ন্যাশ ও তাঁর সহযোগীরা কপারের কারণে চুলের ক্ষতিবিষয়ক একটি গবেষণা নিবন্ধ লিখেছেন। এটি ইন্টারন্যাশনাল জার্নাল অব কসমেটিকস সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, কপার অণুর অতিরিক্ত উপস্থিতিতে চুল দুর্বল হয়ে যায়। ওই চুলে ব্রাশ ও হেয়ার ড্রায়ার ব্যবহার করা আরও ক্ষতিকর। তবে কাপড় ধোয়ার পাউডারে উপস্থিত চিলেন্ট নামক একটি বস্তু চুলের কপারজনিত সমস্যা দূর করতে সহায়ক হতে পারে। তাই চিলেন্ট সহযোগে একটি শ্যাম্পু তৈরির চেষ্টা চলছে। টেলিগ্রাফ।