জমি ও বাড়ি কেনাবেচার নতুন ওয়েবসাইট
আবাসন বিষয়ের সুবিধা দিতে চালু হলো নতুন ওয়েবসাইট লামুডি ডট কম ডট বিডি। www.lamudi.com.bd ঠিকানার এ ওয়েবসাইটে জমি ও বাড়ি কেনাবেচা করা যাবে। পাশাপাশি বাড়ি ভাড়ার তথ্যও থাকবে এতে। গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারের সেমিনারকক্ষে এ সাইটের উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক ইন্টারনেট প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের অঙ্গ প্রতিষ্ঠান লামুডি। বাংলাদেশ ছাড়াও আরও ১২টি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। রকেট ইন্টারনেটের কারিগরি সহায়তায় লামুডি বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লামুডির এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী আভরিন সিকমা বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে দ্রুত নগরায়নের ফলে বাড়ছে আবাসনশিল্পের চাহিদা। তাই জনগণের এই চাহিদার কথা মাথায় রেখেই বিশেষভাবে জমি-বাড়ি বেচাকেনা নিয়ে যাত্রা শুরু করছে লামুডি। এখানে যেহেতু ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে তাই অনলাইন বাজার এগিয়ে যাচ্ছে।’
লামুডি বাংলাদেশের প্রধান নির্বাহী আম্বারিন রেজা বলেন, ‘যাঁরা জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনাবেচা এবং ভাড়া নিতে চান, তাঁরা লামুডির সেবা নিতে পারবেন। এখানে বাংলাদেশের প্রধান আবাসন প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়ে আমাদের পোর্টালকে সমৃদ্ধ করেছে। ক্রেতা-বিক্রেতাদের তাই অন্যতম ভরসার জায়গা হতে পারে লামুডি। দেশি ক্রেতা ছাড়াও প্রবাসীরা সহজেই অনলাইনে কেনাবেচার সেবা গ্রহণ করতে পারবেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রকেট ইন্টারনেটের ব্যবস্থাপনা পরিচালক কোয়েন থিজসেন। —হাসান ইমাম