জিমেইলের ইনবক্সের যত সুবিধা

জিমেইলে ইনবক্স নামের নতুন সুবিধাটি ই-মেইলের ব্যবহার আরও সহজ ও প্রাণবন্ত করে তুলছে। এখন গুগল মেইলের আগের সব সুবিধাকে ছাপিয়ে নতুন আঙ্গিকে আরও উন্নত মেইল সেবা চাইলে আপনাকে জিমেইলের ইনবক্স সুবিধা ব্যবহার করতেই হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাই www.google.com/inbox ঠিকানায় গিয়ে Get The App-এ ক্লিক করে আপনার স্মার্টফোনের জন্য অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন অথবা কম্পিউটারে ব্যবহারের জন্য ঠিকানায় গিয়ে Sign In চেপে জিমেইল লগ-ইন করতে পারবেন। এ ছাড়া এতে যেসব সুবিধা পেতে পারেন:
রিমাইন্ডার তৈরি: ইনবক্সে যুক্ত হওয়া নতুন এই সুবিধাটি ব্যবহার করে যেকোনো দরকারি বিষয়কে মনে করিয়ে দিতে পারবেন। এটি ব্যবহার করতে প্লাস (+) চিহ্ন চেপে Reminder নির্বাচন করতে হবে। এরপর যা মনে করিয়ে নেওয়ার দরকার হবে তা লিখে কখন মনে করা দরকার সেটিও ঠিক করে দিয়ে সেভ চাপলেই নির্ধারিত সময়ে আপনাকে তা মনে করিয়ে দেবে।
পিন ই-মেইল: পিন ই-মেইল সুবিধাটি ব্যবহার করে আপনি যেকোনো দরকারি ই-মেইলকে শুরুতেই কাজের ধরন অনুযায়ী যোগ করে রাখতে পারবেন। যে ই-মেইলটি দরকারি তাতে মাউস নিয়ে গিয়ে পিন আইকন চাপলেই সেটি ইনবক্সের ওপর চলে যাবে এবং দরকারের সময় আবার তা ব্যবহার করা যাবে সহজেই।
স্নুজ ই-মেইল: অনেক সময় কাজের ভিড়ে দরকারি ই-মেইলগুলো পড়া হয়ে ওঠে না। তখন হয়তো আনরিড (অপঠিত) মেইল আকারে তাকে রাখা যায়। কিন্তু মেইলকে আনরিড না রেখে স্নুজ করে রাখলে একটি নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তির (নোটিফিকেশন) মাধ্যমে তা আপনাকে জানিয়ে দেবে। তাই কোনো মেইলকে স্নুজ করতে মেইলে মাউস নিয়ে গেলে ঘড়ির আইকন পাবেন। তাতে ক্লিক করে পছন্দমতো সময় নির্ধারণ করলে নির্ধারিত সময়ে সেটি আপনাকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে যে এটি অপঠিত ই-মেইল।
কম অগ্রাধিকার: অনেক সময় কোনো মেইল পড়তে না চাইলে বা কম গুরুত্বপূর্ণ মনে হলে সেটিকে আনরিড বা অপঠিত রাখা যায় কিন্তু ইনবক্সের লো-প্রায়োরিটি সুবিধাটি আপনাকে কম অগ্রাধিকারপ্রাপ্ত মেইলগুলোকে আলাদা লোকেশনে রাখবে। এটি করতে মেইলের অপর মাউস নিয়ে গিয়ে মেনু থেকে Low Priority নির্বাচন করুন। তাহলে আনবান্ডেল লো প্রায়োরিটি ফোল্ডারে সেটি চলে যাবে, প্রয়োজনে পরে তাকে ব্যবহার করা যাবে।