ঝিরিঝিরি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম

গতকাল শনিবার প্রায় সারা দিনই ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তাই প্রযুক্তিবাজারে ক্রেতাদের আনাগোনা কমই ছিল। এমনিতে সব সময়ের মতো ল্যাপটপের বিক্রি এখনো ভালো ঢাকার প্রযুক্তি বাজারগুলোতে। গতকাল বাজার ঘুরে পাওয়া ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।
ল্যাপটপ
এইচপি: ২৪২ জি১ ৩১১০এম কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। ডেল: ইনস্পায়রন এন৩৪২১ কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১ ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৩ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। লেনোভো: জি৪৮০ ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০ ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি ২.৫ গিগাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি প্রসেসর ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪০,৫০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও বি৪০, ২.৪ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি ২.৪০ গি.হা. কোর আইথ্রি ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ টাকা।
নেটবুক
স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি: ১১০-৪১১২টিইউ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক ২৩,৬০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ টাকা।
—সংগ্রহ: রাহিতুল ইসলাম