ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কারের জন্য এ বছর বাংলাদেশের নয়টি উদ্যোগ প্রাথমিক পর্যায়ে মনোনয়ন পেয়েছে। মনোনয়ন পাওয়া উদ্যোগগুলোকে এখন অনলাইনে ভোট দেওয়া যাবে। যাঁদের ই-মেইল আছে, তাঁরাই এই উদ্যোগে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। ২০১৪ থেকে ২১ সাল পর্যন্ত টানা আটবার বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ডব্লিউএসআইএস পুরস্কার পেয়েছে।
এ বছর অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের চারটিসহ নয়টি উদ্যোগ ডব্লিউএসআইএস পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। উদ্যোগগুলো হলো এএলসি ২ বিভাগের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট-ইনফো-সরকার (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), এএলসি ৪ বিভাগের ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে এম পাওয়ারিং ইয়ুথ অ্যান্ড ইয়ুথ উইমেন থ্রো ডিজিটাল লিটারেসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন) এবং এএলসি ৫ বিভাগের বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিস ক্যাটাগরিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এএলসি ৭ বিভাগের ই-গভর্নমেন্ট ক্যাটাগরিতে ডিজিটাল ল্যান্ড ট্যাক্স (ভূমি মন্ত্রণালয়), এএলসি ৭ বিভাগের ই-লার্নিং ক্যাটাগরিতে কানেক্ট: অ্যান অ্যাডোলেসেন্টস এডুকেশন, সফট স্কিলস অ্যান্ড কাউন্সেলিং প্ল্যাটফর্ম (অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), এএলসি ৭ বিভাগের ই-লার্নিং ক্যাটাগরিতে এম পাওয়ারিং ভলান্টিয়ার হেলথ কেয়ার প্রোভাইডারস টু রিচ লাস্ট মাইল সিটিজেনস ইউজিং লো কস্ট টেকনোলজি (অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), এএলসি ৭ বিভাগের ই-এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ডিজিটাল ফ্লাড ফোর কাস্টিং সিস্টেম (অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), এএলসি ৭ বিভাগের ই-অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে ফুড ফর নেশন (অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) এবং এএলসি ৯ বিভাগের মিডিয়া ক্যাটাগরিতে ফাইটিং অ্যাগেইনস্ট মিস ইনফরমেশন ডিসইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন থ্রো কমিউনিটি রেডিও ইন বাংলাদেশ (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন)।
এই প্রতিযোগিতায় ভোট দেওয়া যাবে www.itu.int/net4/wsis/stocktaking/Prizes/2022 ঠিকানার ওয়েবসাইট থেকে।