থ্রিডি ডিজাইন দেখে পছন্দের রং

রং পছন্দ করার সুবিধা দিতে থ্রিডি প্রযুক্তির ব্যবহার করছে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রঙের সঠিক ব্যবহার ও বাস্তব অভিজ্ঞতা দিতে ও থ্রিডি ডিজাইন দেখে ঘরের রং পছন্দ করতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরাতে কালার আইডিয়া স্টোর চালু করেছে।
এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক রিতেশ দোশী বলেন, যাঁরা শুধু ঘরের রং নয়, ঘর সাজানোর অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্যই কালার আইডিয়া স্টোর। রঙের সব ধরনের সমস্যা ও সমাধান মিলবে ওই স্টোরে। বাংলাদেশের মানুষকে রং নিয়ে সচেতন করতেই এই স্টোরের উদ্বোধন। শুরুতে দেশে দুটি কালার আইডিয়া স্টোর চালু করা হয়েছে। একটি ঢাকায়, আরেকটি নারায়ণগঞ্জের চাষাঢ়ায়। স্টোরটিতে থাকছে অসংখ্য কালার স্কিম থেকে নিজের পছন্দমতো কালার বেছে নেওয়ার সুবিধা; পছন্দের রং দেয়ালে কেমন দেখাবে, তা দেখে নেওয়ার সুযোগ; কোন লাইটে ঘরের দেয়ালের রং কেমন দেখাবে, তা দেখার অভিজ্ঞতা; কম্পিউটারের মাধ্যমে থ্রিডি ডিজাইন দেখে ঘরের ধরন অনুযায়ী ডিজাইন ও রং পছন্দ করার সুযোগ; বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে রং-বিষয়ক ফ্রি পরামর্শ এবং কাস্টমাইজড কালার সাজেশন। বিজ্ঞপ্তি।