নজরদারি ঠেকাতে মাঠে নামছেন জন ম্যাকাফি!

গোয়েন্দারা যাতে ব্যক্তিগত তথ্যে নজরদারি করতে না পারে সে লক্ষে ১০০ মার্কিন ডলার দামের একটি প্রযুক্তিপণ্য তৈরির উদ্যোগ নিচ্ছেন অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘ম্যাশেবল’ এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন গোয়েন্দারা সবার ব্যক্তিগত তথ্যে নজরদারি করছেন এমন তথ্য ফাঁস করে দিয়েছিলেন সিআইয়ের সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন। এ তথ্য ফাঁস করার পর বিশ্বব্যাপী ব্যক্তিগত তথ্যে নজরদারির বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ভার্জ’ জানিয়েছে, ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি সম্প্রতি ‘ডি-সেন্ট্রাল’ নামে একটি যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছেন যা গোয়েন্দাদের নজরদারি ঠেকাতে সক্ষম হবে বলে তাঁর দাবি।
জন ম্যাকাফির তৈরি যন্ত্রটি মুঠোফোন ও অন্যান্য পণ্যের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যাবে। যন্ত্রটি নিজস্ব ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে যাতে ব্যবহারকারী ছাড়া আর কারও পক্ষে নজরদারি সম্ভব হবে না বলেই জানান ম্যাকাফি।
ম্যাকাফি এখনও যন্ত্রটির কোনো প্রোটোটাইপ তৈরি করেননি তবে এর নকশা তৈরি হয়ে গেছে। তবে তিনি বলেছেন, যন্ত্রটি হবে গোলাকার। এতে কোনো স্ক্রিন থাকবে না। যন্ত্রটি তৈরিতে ছয় মাস সময় লাগতে পারে।