নতুন চার্জার প্রটেক্টর
বেলকিন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নতুন চার্জার প্রটেক্টর বাজারে এসেছে। এসব প্রটেক্টরের মাধ্যমে নিরাপদ ও সঠিক মাত্রায় বিদ্যুৎ সরবরাহসহ বেশি ভোল্টেজের ক্ষেত্রে ইলেকট্রনিকস পণ্যগুলোকে নিরাপদ রাখা যাবে। এ চার্জ প্রটেক্টর কপার পাতের দ্বারা প্রতিটি সকেটের সঙ্গে সংযুক্ত এবং মেটাল অক্সাইড ভেরিয়েস্টর দ্বারা নিয়ন্ত্রিত। এর ফলে বৈদ্যুতিক গোলযোগ ও বজ্রপাতে অধিক বিদ্যুৎ চলে এলেও এ প্রটেক্টর তা নিয়ন্ত্রণ করতে পারে। স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আনা ইকোনমিক, গোল্ড ও সুপিরিয়র সিরিজের তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ এ প্রটেক্টরগুলো ৮০০ থেকে তিন হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি