নতুন রাউটার বাজারে
বহনযোগ্য ডি-লিংক ব্র্যান্ডের ‘অল-ইন-ওয়ান’ রাউটার পাওয়া যাচ্ছে। এটি পকেটেই রাখা যায়। ডিআইআর ৫০৬ এল মডেলের এই রাউটারটি একই সঙ্গে রিপিটার, অ্যাকসেস পয়েন্ট, মোবাইল চার্জার এবং তথ্য রাখার যন্ত্র হিসেবেও কাজ করে। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা রাউটারটির দাম ২ হাজার ৪০ টাকা। বিজ্ঞপ্তি