পঞ্চগড়ে অনলাইনে খতিয়ানের নকলের আবেদন নেওয়া শুরু
পঞ্চগড়ে ইন্টারনেটের মাধ্যমে জমির খতিয়ানের নকল সরবরাহের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এখন থেকে জনগণ অনলাইনের মাধ্যমে জমির খতিয়ানের নকল সরবরাহের আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক বলেন, এ ব্যবস্থায় জনগণের হয়রানি লাঘব হবে। —পঞ্চগড় প্রতিনিধি